নিউজ ডেস্ক: শাহরুখ খানের জুতোয় পা গলালেন রণবীর সিংহ। গত কয়েক মাস ধরেই ‘ডন ৩’ নিয়ে আলোচনা তুঙ্গে। বিটাউনে কান পাতলে শোনা যাচ্ছিল ‘ডন ৩’-এর জন্য ‘না’ করে দিয়েছেন বাদশা। ‘ডন’ এবং ‘ডন ২’-এর সাফল্যের পর ‘ডন ৩’-তেও ফেরার কথা ছিল শাহরুখের কিন্তু পরে ‘না’ করে দেন তিনি। তাই শাহরুখের জুতোয় পা গলাতে পারবেন এমন যোগ্য অভিনেতার খোঁজ করছিলেন পরিচালক ফারহান আখতার। তাঁর খোঁজ শেষ হতেই এল টিজার।
মঙ্গলবার ‘ডন ৩ নিউ এরা’ নামের একটি পোস্টার লঞ্চ করেন। বুধবার সকালেই আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করে ছবির প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেনমেন্ট। টিজারে ‘ডন’-এর সেই বিখ্যাত সংলাপ বলতে শোনা গিয়েছে রণবীর সিংহকে। কথার ভাঁজে বাদশার স্টাইল নজর কেড়েছে। যদিও নায়িকা কে তা এখনও স্পষ্ট নয়। কিছুদিন আগেই কিয়ারা আডবানীকে দেখা গিয়েছিল এই ছবির নির্মাতা রীতেশ সিধওয়ানির সঙ্গে দেখা করতে। টিজারে রোমার উল্লেখ না থাকলেও মনে করা হচ্ছে কিয়ারাই হতে চলেছেন পরবর্তী রোমা। শুধু মাত্র রীতেশের সঙ্গেই নয়, এক্সেল এন্টারটেনমেন্টের অফিসেও দেখা গিয়েছিল তাঁকে। সেখান থেকেই জল্পনা বেড়েছে।
‘ডন’ ফ্র্যাঞ্চাইজির অন্যতম চরিত্র রোমা। ‘ডন’ এবং ‘ডন ২’ ছবিতে শাহরুখের পাশে এই চরিত্রে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকে। ২০০৬ সালে প্রথম ‘ডন’ ছবিতে একসঙ্গে কাজ করেন তাঁরা। পরে ২০১১ সালেও ‘ডন ২’ ছবিতে দেখা গিয়েছিল এই জুটিকে। তখন থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছিল। তারপরেই এই ছবি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। তবে নতুন ডন ও রোমাকে নিয়ে আশাবাদী পরিচালক সহ দর্শকদের একাংশ।