নিউজ ডেস্ক: সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের অংশ হওয়ার পর থেকেই বাস্তব জীবনের খুঁটিনাটি সেখানে তুলে ধরাও রীতি হয়ে উঠেছে। অনেকেই আছেন যাদের সোশ্যাল মিডিয়া বাটারফ্লাই বললে অত্যুক্তি করা হবে না। দিনের শুরু থেকে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত সারাদিনের কর্মকান্ড সোশ্যাল মিডিয়ার পাতায় তুলে ধরতে পছন্দ করেন। কিন্তু জানেন কি এমন ধরণের মানুষরা আসলে অসুখী?
মনোবিদদের মতে যে সকল মানুষেরা নিজের জীবন সোশ্যাল মিডিয়ায় বেশি তুলে ধরেন তারা হীনমন্যতায় ভোগেন বেশি। ফোমো গ্রাস করে তাঁদের। আবার অনেকেই আছেন যারা সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট বানায়। নিজের জীবনের একাংশ জুড়েই রয়েছে সোশ্যাল মিডিয়া। তবে এটা ভুললে চলবে না ব্যক্তিগত জীবনের সঙ্গে কন্টেন্টের মাঝে একটি সূক্ষ বাউন্ডারি আছে।
প্রেমের ক্ষেত্রেও তাই নিয়ম প্রযোজ্য। কাছের মানুষটির সঙ্গে কোথায় গেলেন, কী খেলেন বা একাধিক হাসি মুখে ছবি পোস্ট করেন অনেকেই। আপাত দৃষ্টিতে তাঁদের সেই সব ছবি দেখলে সুখী কাপল বলে মনে বলেও মনোবিদদের মতে এমন ধরণের সম্পর্কের ভিত আলগা হয়। অপরদিকে যে কাপলরা নিজের ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাকেন তাঁদের সমীকরণ তুলনামূলক ভালো ও মজবুদ হয়।
প্রায় ৩০০ যুগলের উপর ব্যক্তিগত জীবনে সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ে সমীক্ষা চালিয়েছিলেন কানসাস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। সেই সমীক্ষার তথ্য একত্রিত করে তাঁরা বলেন সোশ্যাল মিডিয়ায় অন্যদের সুখী দেখে ঈর্ষাকাতর হয়ে পড়েন অনেকে। তবে সোশ্যাল মিডিয়ায় দেখা সেই সমীকরণ সকলের জন্য প্রযোজ্য নয়।