নিউজ ডেস্ক: অবসর ভেঙে মাঠে ফেরার কথা ঘোষণা করেছেন মনোজ তিওয়ারি ৷ সেই সিদ্ধান্ত ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে বাংলা দলের কোচ লক্ষীরতন শুক্লর সঙ্গে বৈঠক করলেন তিনি ৷ বুধবার এই বৈঠক হয়েছে ৷ মনোজ বুধবার সকালে হাজির হয়েছিলেন হাওড়ায় লক্ষ্মীর অ্যাকাডেমিতে। সেখানে দুজনের বেশ কিছুক্ষণ আলোচনা হয়েছে।
মনোজ আচমকা অবসর নেওয়ার পর একটা সময় শোনা যাচ্ছিল, এবার রঞ্জি ট্রফিতে বাংলার নেতৃত্ব দিতে পারেন অনুষ্টুপ মজুমদার। সাদা বলের ক্রিকেটে নেতৃত্বের দৌড়ে ছিলেন সুদীপ কুমার ঘরামি। কিন্তু মনোজ সিদ্ধান্ত বদল করায় তিনিই হয়তো রঞ্জি ট্রফিতে বাংলাকে নেতৃত্ব দেবেন।তারপরেই বাংলার ক্রিকেট দলের ২৫ জনের নাম ঘোষণা করা হয়েছে।
শুরু হয়ে গিয়েছে ঘরোয়া ক্রিকেটের মরশুম। দলীপ ও দেওধর ট্রফি শেষ হয়েছে। এবার শুরু হবে সৈয়াদ মুস্তাক আলি ট্রফি। যেখানে খেলতে নামবে বাংলা। তারই প্রস্তুতি শুরু করে দিল সিএবি। নতুন মরশুমের জন্য় টি-২০ দল ঘোষণা করল। ২৫ জনের দল ঘোষণা করা হয়েছে। ১৯ অগাস্ট এই দল যাবে পুদুচেরিতে প্রস্তুতি ম্যাচ খেলতে। সেখানে আটটি দলের একটি প্রতিযোগিতায় অংশ নেবে।
এই প্রতিযোগিতা থেকে বেছে নেওয়া হবে চূড়ান্ত দল। এই কারণে ২৫ জনকে দলে রাখা হয়েছে। তবে এবারের দলে রয়েছে অনেক চমক। জাতীয় দলে সুযোগ পাওয়া মুকেশ কুমার নেই। সুযোগ পাননি শাহবাজ আহমেদও। অনুষ্টুপ মজুমদারকেও বাদ দেওয়া হয়েছে। সদ্য অবসর ভেঙে ফেরা মনোজ তিওয়ারি আগেই জানিয়েছিলেন তিনি লাল বলের ক্রিকেট খেলবেন না, তাই তাঁকে রাখা হয়নি। রঞ্জিতেই খেলবেন তিনি।
২০১০-১১ মরশুমে মুস্তাক আলি ট্রফি জিতেছিল বাংলা। সেটাই ছিল প্রথম ও শেষবার। এরপর চ্যাম্পিয়ন হওয়াতো দূর, একবারও রানার্স আপ হতে পারেনি। ফলে এবার মুস্তাক আলি জিততে চেষ্টার কোনও খামতি রাখতে চাইছে না। তাই আগাম দল গঠন শুরু করে দিয়েছে।
দেখে নিন ২৫ সদস্যের বাংলা দল
অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ কুমার ঘরামি, অঙ্কুর পাল, আদিত্য পুরোহিত, শাকির হাবিব গান্ধী, ঋত্বিক রায় চৌধুরী, ওমপাল বোকেন, শুভঙ্কন বল, অগ্নিভ পান, রণজ্যোৎ সিংহ খাইরা, সন্দীপন দাস (সিনিয়র), শুভম সরকার, সক্ষম চৌধুরী, কণিষ্ক শেঠ, ঈশান পোড়েল, মহম্মদ কাইফ, দেবপ্রতীম হালদার, রবি কুমার, আকাশদীপ, প্রদীপ্ত প্রামাণিক, বিকাশ সিংহ, প্রয়াস রায় বর্মণ, কৌশিক মাইতি, করণ লাল এবং অনুরাগ তিওয়ারি।