নিউজ ডেস্ক: ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভার
অন্তর্গত ডাবগ্রাম-২ গ্রাম পঞ্চায়েত দখল করল বিজেপি। যদিও বৃহস্পতিবার
এই পঞ্চায়েতে বোর্ড গঠন ঘিরে উত্তেজনাকর পরিস্থতি সৃষ্টি করার অভিযোগ তোলে বিজেপি।
অন্যদিকে বোর্ড গঠন শেষে ব্যান্ড বাজিয়ে আনন্দ উৎসবে মাতেন বিজেপি কর্মীরা।
শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা
কেন্দ্রের ডাবগ্রাম-২ গ্রাম পঞ্চায়েতের বৃহস্পতিবার
বোর্ড গঠন হয়। এই বোর্ড গঠনকে কেন্দ্র করে আশিঘর সংলগ্ন
ডাবগ্রাম-২ গ্রাম পঞ্চায়েতের অঞ্চল অফিসের সামনে তৃণমূল-বিজেপি তুলকালাম কাণ্ড ঘটে। স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে গোটা
এলাকা। উত্তেজনার পারদ তুঙ্গে ওঠে। কোনোরকম অপ্রীতিকর ঘটনা
এড়াতে অঞ্চলের সামনে মোতায়েত রয়েছে বিশাল পুলিশ বাহিনী।পাশাপাশি
জারি করা হয়েছে ১৪৪ ধারা।
উল্লেখ্য ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের
চারটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তিনটি গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে গেলেও
হাতছাড়া হয়ে যায় ডাবগ্রাম-২ গ্রাম পঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েতে মোট ৩০ টি আসনের
মধ্যে বিজেপি ১৯টি আসন পেয়ে অঞ্চল দখল করে। তৃণমূলের দখলে যায় ১১টি আসন। সংখ্যাগরিষ্ঠতার
নিরিখে বিজেপি বোর্ড দখল করে। এই বোর্ড গঠনকে কেন্দ্র করেই আজ ডাবগ্রাম-২ অঞ্চলে
একদিকে বিজেপি কর্মী সমর্থকরা পতাকা হাতে নিয়ে গেরুয়া আবির ছড়িয়ে বিজয় উল্লাসে
মেতে উঠে স্লোগান তুলতে থাকে। অন্যদিকে এই গ্রাম পঞ্চায়েতটি হাতছাড়া হলেও বিরোধী
আসন ধরে রাখতে পেরে বিষাদের মাঝেও আনন্দের রেশ তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। তারাও দলীয় পতাকা হাতে নিয়ে পাল্টা স্লোগান তুলতে থাকে। তৃণমূল কংগ্রেস
আশা প্রকাশ করেছে বিজেপি বোর্ড দখল করলেও তৃণমূল কংগ্রেসের
প্রাক্তন পঞ্চায়েত প্রধানই এবারও প্রধানের ভূমিকায় থাকবে। যদিও বিজেপি ঘোষণা করে
দিয়েছে রাজগঞ্জ ব্লকের ডাবগ্রাম-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হলেন মিতালী
মালাকার ও উপপ্রধান সুপেন রায়।