নিউজ ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনা জেলার মন্দিরবাজার
থানার কৃষ্ণপুর অঞ্চলে বৃহস্পতিবার বোর্ড গঠনের দিন ধার্য
করা হয়। স্থানীয় বিডিও এমনটাই তাদের জানিয়েছিলেন বলে দাবী বিজেপির ।
কিন্তু বৃহস্পতিবার কোন কারণ না জানিয়ে বোর্ড গঠন স্থগিত করে দেওয়া হয় বলে অভিযোগ
বিজেপির। গেরুয়া শিবিরের দাবী তৃণমূলকে অনৈতিকভাবে বোর্ড গঠনের সুযোগ করে দিতেই এই
পদক্ষেপ নেওয়া হয়েছে। এই অভিযোগে এদিন অগ্নিমত্রা
পল এদিন রাস্তায় বসে বিক্ষোভ দেখান।
এদিন বিজেপি নেতৃত্ব
বোর্ড গঠনের জন্য নিয়ে এই পঞ্চায়েত দপ্তরের আসে। হঠাৎ করে বিডিও জানান
বোর্ড গঠন আজ হচ্ছে না। ক্ষোভে ফেটে পড়েন বিজেপি সমর্থকরা। খবর
পেয়ে এলাকায় আসেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। কিন্তু
তাকে আটকে দেওয়া হয়। পঞ্চায়েত দপ্তরের কাছে যেতে দেওয়া
হয়নি তাকে। মাধবপুর বাজারে রাস্তার উপরে বসে বিক্ষোভ শুরু
করেছেন অগ্নিমিত্রা পল এবং বিজেপি সমর্থকেরা।
উল্লেখ্য এই কৃষ্ণপুর পঞ্চায়েতে ১৯ সদস্যের মধ্যে তৃণমূল ৫, আইএসএফ
৩, নির্দল ১, বিজেপি ১০ আসন পায়।
বিজেপি নির্দল সদস্যকে সঙ্গে নিয়ে পঞ্চায়েত দপ্তরের উদ্দেশ্যে রওনা দেয়। অগ্নিমিত্রা পলের দাবি, বিডিও জানান বোর্ড গঠন হবে না কারণ
স্থানীয় থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাকি তাকে অনুরোধ জানিয়েছেন ফোর্স না থাকায় আইনশৃঙ্খলাজনিত
কারনে বোর্ড গঠন স্থগিত রাখা হোক। তৃণমূলকে
বাড়তি সুযোগ করে দিতেই এই পদক্ষেপ দাবি বিজেপির।