নিউজ ডেস্ক: নিজের বাড়ির প্রতি মায়া বাড়ে যখন তাকে সাজানো হয় নিজের হাতে। যদিও এখন ইন্টেরিয়র ডিজাইন করাতে পছন্দ করেন অনেকেই। তবে এতে খরচ হয় অনেকটাই তাই যারা বাজেটের মধ্যে ঘর সাজাতে চান তাঁদের জন্য রইলো কয়েকটি টিপস।
রঙের পরিবর্তন
ঘরের অন্দর সজ্জায় সামান্য রঙের পরিবর্তন ঘরে এনে দিতে পারে নতুন লুক। তার জন্য সারা বাড়ি রঙ করার প্রয়োজন নেই। বাড়ির পর্দায়, বসার ঘরের সোফায় কুশন কভারে উজ্জ্বল রঙের ছোঁয়া এনে দিতে পারে সুন্দরতা।
আলো
বাড়িতে রাতে যেমন উজ্জ্বল আলো প্রয়োজনীয়, তেমনই প্রয়োজন অন্ধকারের। আলো-আঁধারির খেলা ঘরে এক্সপেনসিভ লুক নিয়ে আসে। তার জন্য কাজে দিতে পারে টেপ লাইট, মিনি বাল্ব, টুনি লাইট কিংবা ডিজাইনার ল্যাম্পশেড।
পর্দা বদল
জানেন কী ঘরের পর্দার মধ্যেই লুকিয়ে থাকে ঘরের সৌন্দর্য? অন্দরসজ্জায় বদল আনতে বদলে ফেলতে পারেন পর্দা। রঙিন পর্দার মাঝে স্বচ্ছ পর্দা লাগিয়ে দিলে সৌন্দর্য বেড়ে যায় অনেকটাই। কিংবা বসার ঘরের পর্দায় লাগিয়ে ফেলতে পারেন পমপমও।
ওয়ালপেপার
ঘরে রঙ না করতে চাইলে ওয়ালপেপার লাগাতে পারেন। বিভিন্ন ধরণের ওয়ালপেপারের ম্যাজিকে বদলে যাবে ঘরের অন্দরসজ্জা। একটু দামি হলেও অন্দরসজ্জায় ভালো ইনভেস্টমেন্ট হল ওয়ালপেপার।
ইনডোর প্লান্ট
ঘরের ভিতরে অল্প সবুজের ছোঁয়া বদলে ফেলতে পারে অন্দরসজ্জার রসায়ন। ঘরের ভিতরে যেমন অক্সিজেনের মাত্রা বাড়ায় বেশ কিছু গাছ আবার বেশি যত্নেরও প্রযোজন হয় না এদের। স্নেক প্ল্যান্ট, স্পাইডার প্ল্যান্ট বা অন্য বাহারি গাছও থাকতে পারে এই তালিকায়। রঙিন টবে গাছ লাগিয়ে ঘরের কোনায় রাখলে শোভা বাড়বে বৈ কমবে না।