নিউজ ডেস্ক: বুধবার প্রকাশ পেয়েছে বহুল প্রতিক্ষীত মালয়লম ছবি কিং অফ কোঠার ট্রেলার। ছবিটির টিজার প্রকাশ্যে আসার পরেই আলোড়ন ফেলে দিয়েছিল দক্ষিণী সিনেমা জগতে। দলকির সালমান অভিনীত এই ছবির স্বত্ত্ব বিক্রি করেই রেকর্ড ব্যবসা করেছে নির্মাতারা। এবার অপেক্ষা মুক্তির। তবে মুক্তির আগেই ট্রেলার দেখে উত্তেজিত দর্শকরা।
এক ফুটবলারের গ্যাংস্টার হয়ে ওঠার গল্প বলে এই ছবি। ভরপুর অ্যাকশন, দূর্দান্ত সিনেম্যাটোগ্রাফির ঝলক পাওয়া গিয়েছে ট্রেলারেই, সিনেমা তো এখনো দেখা বাকি। শুধু অ্যাকশনই নয় ছবিতে রোম্যান্সও থাকবে। আবার পরতে পরতে থাকবে থ্রিলিং অডিও এফেক্ট, যা ট্রেলারেই স্পষ্ট! ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দলকির সালমানের ভক্ত সংখ্যা নেহাত কম নয়, তবুও ট্রেলারেই মন কেড়েছেন আরও সিনেপ্রেমীদের।
অগস্ট মাসের শেষের দিকেই মুক্তি পেতে চলেছে এই ছবি। মালয়লম মূল ভাষা হলেও আরো তিনটি ভাষায় মুক্তি পাবে এই ছবি। ট্রেলারও মুক্তি পেয়েছে চারটি ভাষায়। ইউটিউবের ভিডিয়ো সেটিংসে গিয়ে ভাষা পরিবর্তন করা যাচ্ছে এই ট্রেলারের। ছবিতে দালকির সালমান ছাড়াও অভিনয় করেছেন ঐশ্বর্য লক্ষ্মী, রোজ শাবির, প্রসন্ন, নায়লা ঊষা, চেম্বন বিনোদ, বড়া চেন্নাই শরণ, গোকুল সুরেশ, শাম্মি থিলাকন, শান্তি কৃষ্ণ ও আনিখা সুরেন্দ্রন।