নিউজ ডেস্ক: সম্প্রতি মুক্তি পাওয়া রকি অউর রানি কি প্রেম কাহিনি ছবিতে তাঁর কথ্থকের জাদুতে মুগ্ধ হয়েছে গোটা দেশ। টলিউড তো বটেই বলিউডেও তিনি এখন সমান জনপ্রিয়। তবে এইবার কথ্থকের রূপ বদলে ফেলে নতুন মেজাজে ধরা দিলেন পর্দার চন্দন ওরফে টোটা রায়চৌধুরি। কথ্থকের নাচের পোশাক বদলে টিশার্ট আর ট্র্যাক প্যান্টে দেখা গেল তাঁকে।
নিজেকে আগাগোড়া ভেঙে নতুন করে গড়েছিলেন কথ্থকের নাচের তালে। আলিয়ার বাবার চরিত্রে নজর কেড়েছেন তিনি। তবে তিনি শুধু চন্দন নন, বাঙালি দর্শকদের কাছে তিনি ফেলুদাও। তাই চরিত্রের স্বার্থে নিজেকে পরিবেশনা করা অভিনেতাদের দায়িত্ব। সেই কারণেই এইবার ক্যারাটে শিখতে ময়দানে নেমেছেন তিনি।
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ক্যারাটে শেখার ভিডিয়ো পোস্ট করেন তিনি। সেই ভিডিয়োতে তাঁকে পাঞ্চিং, নানচাকু চালানো ও ক্যারাটের প্রশিক্ষণ নিতে দেখা গিয়েছে। ক্লাসিক্যাল নৃত্যের ভোল পাল্টে একেবারে রাফ অ্যান্ড টাফ লুক দেখে কার্যত অবাক তাঁর অনুরাগীরা। সেই সঙ্গে তিনি উল্লেখ করেন, ‘এরপর কী?’ তাঁর পরবর্তী প্রোজেক্ট নিয়ে কিছু না বললেও নতুন প্রোজেক্টে তাঁকে অ্যাকশনের দৃশ্যে দেখা যাবে বলেই ধারনা করছেন দর্শকমহল।