নিউজ ডেস্ক: আগামী ২৩ আগস্ট চাঁদে সফট ল্যান্ডিংয়ের লক্ষ্যে এগিয়ে চলেছে চন্দ্রযান-৩। এরই মাঝে বড় খবর এল চন্দ্রযানের প্রতিযোগী নিয়ে! ভারতের বিশ্ব রেকর্ডের তকমা নিজেদের দিকে টানতে এবার রাতারাতি চাঁদে ল্যান্ডার পাঠাতে চলেছে রাশিয়া। ইতিমধ্যে চাঁদের কক্ষপথে প্রদক্ষিণ করে চলেছে চন্দ্রযান। আর রাশিয়া তাদের সয়ূজ রকেটে ল্যান্ডার পাঠাতে চলেছে ভোস্টোচনি কসমোড্রোম স্পেস সেন্টার থেকে আগামীকাল অর্থাৎ ১১ আগস্ট। সূত্রের খবর, ২৩ আগস্ট অর্থাৎ ভারতের চন্দ্রযান ল্যান্ডের দিনেই ল্যান্ড করার কথা রাশিয়ান ল্যান্ডার লুনা-২৫। কিন্তু ভারতের এ পরে লঞ্চ করে এত দ্রুত কীভাবে চাঁদ ছোঁবে রাশিয়ান যান?
রাশিয়ান বিজ্ঞানীরা নাকি দাবি করেছেন, মাত্র ৫ দিনের মধ্যেই চাঁদের কক্ষপথে প্রবেশ করবে লুনা-২৫। এরপর এক সপ্তাহ ধরে প্রদক্ষিণ করবে চাঁদকে। ২৩ তারিখ চাঁদের বুকে নামার কথা ৮০০ কিলো ওজনের ৪ পায়ের এই ল্যান্ডার। উল্লেখ্য, এত কম সময়ে এই দূরত্ব অতিক্রম করতে লুনা-২৫ কে রাখতে হবে দৈনিক গড়ে ২৩ হাজার কিমি গতিবেগ। যদিও লুনা-২৫-এর গতিবেগ নিয়ে এখনও কোনও তথ্য জানায় নি রাশিয়ার মহাকাশ সংস্থা Roscosmos।
উল্লেখ্য, রাশিয়ার এই লুনা-২৫ ও ল্যান্ড করবে চাঁদের দক্ষিণ মেরুতে। আর চন্দ্রযান-৩ এর মতো এরও কাজ চাঁদের মাটির ভৌত পরীক্ষা। এদিকে চন্দ্রযান-৩ চাঁদের মাটিতে ১৫ দিন কাজ করলেও লুনা-২৫ কাজ করবে প্রায় ১ বছর ধরে। আকস্মিক রাশিয়ার এই চাঁদ ছোঁয়ার পরিকল্পনা এবং লক্ষ্যমাত্রা দেখে পরিষ্কার, ভারতের দক্ষিণ মেরু জয়ের দুঃসাহসকে টক্কর দিতে মরিয়া প্রতিযোগিতা করতে চলেছে রাশিয়া। এখন দেখার, দুর্গম দক্ষিণ মেরুতে প্রথম পা রাখার শিরোপা অর্জন করতে চলেছে কে?
উল্লেখ্য, চাঁদের কক্ষপথে প্রদক্ষিণ করতে করতে ইতিমধ্যেই একাধিক ছবি ISRO কে পাঠিয়ে চলেছে চন্দ্রযান। এ পর্যন্ত সঠিকভাবেই গতিবেগ এবং কাজকে নিয়ন্ত্রণ করে চলেছে এই যান। এই মুহূর্তে সেকেন্ডে ১.৬৮ কিলোমিটার বেগে চাঁদকে প্রদক্ষিণ করছে চন্দ্রযান-৩।