নিউজ ডেস্ক: মেঘলা আকাশ থাকলেও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি আছে ঠিকই। তবে আগামী ৪-৫ দিন শুধুমাত্র হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতেরই সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ একটু বাড়তে পারে বলেও এদিন জানিয়েছে হাওয়া অফিস।
তবে উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে এদিন জানিয়েছে আবহাওয়া দফতর। এমনকি শনিবার এবং রবিবার উত্তরবঙ্গের ৫ জেলাতে কমলা সতর্কতাও জারি করা হয়েছে ইতিমধ্যেই। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। অন্যদিকে, বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। রবিবারও এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকবে। দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।