নিউজ ডেস্ক: বৌবাজারের বহুতলের একতলায় সাতসকালেই আগুন। ঐ অঞ্চলের পার্শ্ববর্তী
রাসায়নিক গুদামে আগুন লাগে, তারপরেই সেই আগুন ছড়িয়ে পড়ে বহুতলে। বৌবাজারের বি বি গাঙ্গুলি
স্ট্রিটে লরেটো ডে স্কুলের সামনে এই বহুতলেই আগুন লাগে শুক্রবার। মুহূর্তের মধ্যে কালো
ধোঁয়ায় ভরে যায় আকাশ। স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। তবে তৎপরতার সঙ্গে আগুন নেভাতে এগিয়ে
আসে দমকল কর্মীরা। দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছিল আগুন। আর আগুন নেভাতে ঘটনাস্থলে চলে আসে
৪টি ইঞ্জিন।
স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ ওই গুদামে আগুন লাগে। সেখানে মূলত আঠা তৈরির রাসায়নিক রাখা ছিল বলে জানা গিয়েছে। আগুনের কারণে একের পর এক রাসয়নিকের ড্রাম ফাটতে থাকায় এলাকায় আতঙ্ক তৈরি হয়।
তবে স্থানীয়দের কাছ থেকে পাওয়া
খবরে জানা গিয়েছে এক ঘন্টার চেষ্টাতেও আগুনের উৎস খুঁজে পায়নি দমকলকর্মীরা।