নিউজ ডেস্ক: দীর্ঘ দু’বছর পর বড় পর্দায় ফিরেছেন দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত। সিলভার স্ক্রিনে তাঁকে দেখতে উত্তেজিত তাঁর অনুরাগীরা। চেন্নাই ও বেঙ্গালুরুর বেশ কিছু সংস্থা তার কর্মীদের ছুটি দিয়েছে শুধুমাত্র ১০ অগাস্ট থালাইভার ‘জেলার’ মুক্তি পাচ্ছে বলে। এমনকি একটি সংস্থা ২২০০ টি টিকিট কেটে বিনামূল্যে কর্মীদের মধ্যে বিতরণ করেছে। আপামর ভারতবাসী ছাড়াও রজনীকান্তের অনুরাগী বিশ্বজুড়ে।
সিনেমা নিয়ে ভারতবর্ষের উত্তেজনা নতুন কিছু নয়। তবে এটি শুধু সিনেমাই নয়, রজনীকান্তের সিনেমা! তাই সেই উত্তেজনার আঁচ লেগেছে গোটা বিশ্বে। থালাইভার জনপ্রিয়তা ভারতের মধ্যেই সীমাবদ্ধ নেই। তাঁর জনপ্রিয়তার জোয়ারে ভাসতে ভাসতে এবার জাপান থেকে ভারতে এসে পৌঁছেছেন এক জাপানি দম্পতি। জাপানের ওসাকার বাসিন্দা এই দম্পতি। ‘জেলার’ ছবির ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য জাপান থেকে চেন্নাই এসে পৌঁছেছেন তাঁরা। ইয়াশুদা হিদেতশি নামের ওই ব্যক্তি রজনী-ফ্যান। জাপানের ‘রজনীকান্ত ফ্যান ক্লাবে’র নেতা তিনি। বিগত কুড়ি বছর ধরে রজনীভক্ত তিনি। রজনীকান্তের ছবি মিস করতে চাননা বলেই পাড়ি দিয়ে এসেছেন সুদূর জাপান থেকে।
দু’বছর পরে বড় পর্দায় ফিরেছেন থালাইভা। তাই নিজের স্ত্রীকে নিয়ে ১০ অগাস্ট ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য হলের বাইরে উপস্থিত হয়েছেন তিনি। হাতে রজনীকান্ত ও তামান্না ভাটিয়ার ছবি দেওয়া ফ্যান এবং গায়ে রজনীকান্তের ছবি আঁকা টি শার্ট পড়ে হাজির হয়েছেন সিনেমা দেখতে। এই দম্পতি যে বেশ উত্তেজিত তা দেখেই বোঝা যাচ্ছে। পৃথিবী জুড়ে মোট চার হাজার হলে মুক্তি পেয়েছে ‘জেলার’। তবে এই চার হাজারটি স্ক্রিনের মধ্যে ৮০০ স্ক্রিনই তামিলনাড়ুতে। ছবি দেখার জন্য থালাইভা অনুরাগীদের অনুরোধ করলেও মুক্তির আগেই হিমালয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি।