নিউজ ডেস্ক: বোর্ড গঠন ঘিরে শুক্রবার উত্তেজনা ছড়াল উত্তর দিনাজপুর জেলার পন্ডিতপোতা-২ গ্রাম পঞ্চায়েতে। বোর্ড গঠনের আগেই ননী গোপাল বাড়ুই নামে এক পঞ্চায়েত সদস্যকে অপহরণ করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
শুক্রবার দুপুরে বিজেপি পাঁচ সদস্য পঞ্চায়েত অফিসে যাবার সময় কয়েকজন দুস্কৃতি এক জনকে অপহরন করে বলে অভিযোগ। পুলিশ অপহৃত বিজেপি সদস্যকে উদ্ধার করার পরে পঞ্চায়েত দপ্তরে পৌছে দেয়। অপহৃত পঞ্চায়েত সদস্যের জামা ছিড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। তার মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে।
২০ আসন বিশিষ্ট পন্ডিতপোতা -২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস ১১, বিজেপি ৫ এবং নির্দল ৪ জন সদস্য জয়ী হয়েছেন। নির্দল চার জন সদস্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা বেড়ে হয় ১৫। তৃণমূল কংগ্রেসের ১৫ জন সদস্য থাকলেও শুক্রবার সকালে বিজেপির পাঁচজন একত্রিত হয়ে পঞ্চায়েত অফিসে যাওয়ার সময় কয়েকজন সদস্য ননী গোপাল বাড়ুই নামে এক বিজেপি পঞ্চায়েত সদস্যকে অপহরণ করে বলে অভিযোগ। পুলিশ অভিযোগ পেয়ে তাকে উদ্ধারে সচেষ্ট হয়। অপহৃত বিজেপি সদস্যকে উদ্ধার করে পঞ্চায়েত অফিসে নিয়ে আসেন তার সতীর্থরা। তৃণমূল কংগ্রেসের তরফে এই ঘটনা অস্বীকার করে বলা হয় তাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। কেন অহেতুক বিজেপির সদস্যকে অপহরণ করা হবে। যাকে অপহরণ করা হয়েছে বলে রব উঠেছিল সে বোর্ড গঠন পক্রিয়ায় অংশগ্রহণ করেছে। এই ঘটনাকে কেন্দ্র এলাকায় সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়।