নিউজ ডেস্ক: ভারতের পরমাণু এবং শক্তি গবেষণাক্ষেত্রে নক্ষত্রপতন। প্রয়াত বিশিষ্ট পরমাণু পদার্থবিজ্ঞানী তথা বাংলার গর্ব বিকাশ সিংহ। বেশকিছু দিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। অবশেষে শুক্রবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট এই বিজ্ঞানী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
১৯৪৫ সালে মুর্শিদাবাদের কান্দিতে জন্ম গ্রহণ করেন বিকাশ। বাবা বিমলচন্দ্র সিংহ এবং দাদা অতীশ সিংহ ছিলেন সক্রিয় রাজনীতিক। উভয়েই ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী। প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক পাস করেন তিনি। এরপর উচ্চশিক্ষার জন্যে ব্রিটেনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পাড়ি দেন বিশিষ্ট এই বিজ্ঞানী। দেশে ফিরে কলকাতায় ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টারে(BARC) যোগ দেন তিনি। সেখানে ‘ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টার’ প্রতিষ্ঠা করেন তিনি। বিশ্বমানের গবেষণা প্রতিষ্ঠানে সেটিকে পরিণত করার পেছনে বিকাশে অবদান অনস্বীকার্য।
ভারতের পরমাণু গবেষণা এবং ভ্যারিয়েবল ও হাই এনার্জি গবেষণার ক্ষেত্রে অন্যতম মাত্রায় নিয়ে যান বিকাশ। তাঁর দীর্ঘ গবেষক জীবনে পরমাণু পরীক্ষণ থেকে শুরু করে কোয়ান্টাম ফিজিক্সের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। গবেষণা ক্ষেত্রে তাঁর অসামান্য কৃতিত্বের জন্যে ২০১০ সালে বিজ্ঞান ও গবেষণা ক্ষেত্রে ভারত সরকারের তরফে ‘পদ্মভূষণ’ সম্মানে সম্মানিত হন বিকাশ। শুধু তাই নয় ২০২২ সালে বাংলার সর্বোচ্চ সম্মান ‘বঙ্গবিভূষণ’এ সম্মানিত হন তিনি। তাঁর মৃত্যুতে বিজ্ঞানীমহলে নেমে এসেছে শোকের ছায়া।