নিউজ ডেস্ক: আজ শনিবার ডার্বি।
যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হতে চলেছে বাংলার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল
ও মোহন বাগান। এই মহারণের প্রাক্কালে ফুটবল জ্বরে আক্রান্ত ফুটবলপ্রেমীরা। জলপাইগুড়ির পান্ডা
পাড়ার সুভাস লেনের ইস্টবেঙ্গল সমর্থক ভট্টাচার্য্য পরিবার ডার্বির আগেভাগে
তাদের বাসভবন সাজিয়ে তুলল প্রিয় ক্লাবের রঙ লাল
হলুদ রঙে।
দেবাশীষ ভট্টাচার্য ছোটো থেকেই দেখে এসেছেন বাড়িতে
লাল হলুদের প্রতি ভালোবাসা।
বর্তমানে
তিনিই সেই ইস্টবেঙ্গল ফ্যানস ক্লাবের জলপাইগুড়ি শাখার সম্পাদক। গত বছরের তুলনায় এবার
তার প্রিয় দল অনেকটাই শক্তিশালী।
তাই
জয়ের ব্যাপারে আশাবাদী দেবাশীষ বাবু।
তবে শুধু যে তিনিই আগামীকালের ইস্টবেঙ্গল মোহনবাগান
ডার্বি ম্যাচ নিয়ে উত্তেজিত তা নয়।
ভট্টাচার্য পরিবারের বর্তমান অভিভাবক স্বপ্না ভট্টাচার্য বলেন, “আগে ওর বাবা থাকাকালীন সময় থেকেই এই বাড়ীতে ইস্ট বেঙ্গল ক্লাবের খেলা
হলেই টানটান উত্তেজনা বিরাজ করত। আজ তিনি নেই তবে ছেলের ইস্ট বেঙ্গল
ক্লাবের প্রতি শ্রদ্ধা ভালোবাসার মধ্যেই যেন বেঁচে আছেন তিনি”।
অপরদিকে ডার্বি ম্যাচের আগে নিজের বাসস্থান লাল
হলুদে রাঙিয়ে তোলা দেবাশীষ বাবু বলেন, “এটা কোনো
প্রচার বা হঠকারী ব্যাপার নয়।
ইস্টবেঙ্গল
ক্লাব মানে আবেগ। আমাদের
পরিবার বরাবরই ইস্টবেঙ্গল ক্লাবের সদস্য। এই প্রিয় ক্লাবে খেলেছেন এমন অনেক দিকপাল
ফুটবলার আমাদের এই বাড়ীতে এসেছেন”। ম্যাচের ফলাফল যাই হোক
না কেন দেবাশীষ বাবুর বাড়ির লাল হলুদ রঙটা কিন্তু থেকেই যাবে।