নিউজ ডেস্ক: উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে
প্রবল ধস। শুক্রবার সেই ধসের কারণে বেশ কয়েকজন তীর্থযাত্রীর মৃত্যু হয়। তবে এখনও পর্যন্ত
৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আর একইসঙ্গে ধসের কারণে নিখোঁজ হয়েছেন ১৭ জন। তবে
এর কিছুদিন আগেই কেদারনাথ থেকে মাত্র ১৬ কিমি দূরে গৌরীকুণ্ডে ধস নামে। ধসে রাস্তা
বিপর্যস্ত, ফলে বন্ধ হয়েছে কেদারনাথ যাত্রা।
বৃহস্পতিবার রাত থেকেই ভারী বৃষ্টিপাতের
ফলে এই ধস নামে বলে জানা গিয়েছে। এর ফলে আপাতত কিছুদিনের জন্য স্থগিত রাখা হয়েছে কেদারনাথ
যাত্রা। রাস্তার পাশেই থাকা দোকান এবং তাতে থাকা মানুষজন ধসের
নিচে চাপা পড়েছেন। ধসের ফলে পাহাড়ের পাথর উপর থেকে নিচে মন্দাকিনী নদীর মধ্যে গিয়ে
পড়েছে বলে জানা গেছে। শুক্রবার থেকেই উদ্ধার কাজে তৎপর হয়েছিল বিপর্যয় মোকাবিলা বাহিনী।
কিন্তু অত্যধিক বৃষ্টিপাতের কারণে উদ্ধারকাজ ব্যাপক বাধাপ্রাপ্ত হয়। সূত্রে জানা গিয়েছে,
ধসের সময় কয়েকজন স্থানীয় এবং বেশ কিছু নেপালের মানুষ ছিলেন। বর্তমানে এসডিআরএফ দল ঘটনা
স্থলে পৌঁছে উদ্ধারের কাজ শুরু করেছে। ইতিমধ্যেই গঙ্গোত্রী জাতীয় সড়ক ধসের কারণে অবরুদ্ধ
হয়ে রয়েছে। উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই বছর বর্ষায় এখনও পর্যন্ত
৩১ জনের মৃত্যু হয়েছে, ৩১ জন নিখোঁজ হয়েছেন এবং মোট ১১৭৬টি বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে।