নিউজ ডেস্ক: লক্ষ্য ’২৪-এর লোকসভা নির্বাচন। বাংলা দখলের ঘুঁটি সাজাতে দু’দিনের বঙ্গ সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। শুক্রবার রাতে কলকাতা বিমানবন্দরে পৌঁছন তিনি। শনিবার থেকে রাজ্যে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।
বিজেপি সূত্রে খবর, শনিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে পূর্বাঞ্চলীয় পঞ্চায়েত কর্মশালার উদ্বোধন করবেন নাড্ডা। চলবে দু’দিন ধরে। অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পঞ্চায়েত স্তরের নেতৃত্বের উদ্দেশ্যে বক্তৃতা দেওয়ার কথাও রয়েছে তাঁর।
উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’ও। এই কর্মশালায় বাংলা ছাড়া বিহার, ওড়িশা,ঝাখড়ণ্ড এবং আন্দামান-নিকোবরের বিজেপি প্রতিনিধিদের অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে বলে খবর দলীয় সূত্রে। রাজ্যে সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে দলের খামতি এবং সেগুলিকে নিরশন করার উপায় নিয়ে আলোচনার কথা রয়েছে এই কর্মশালায়।
২০১৯-এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি ১৮ টি আসন জিতেছিল। তবে এবার সেই সংখ্যা বৃদ্ধির দিকেই নজর গেরুয়া শিবিরের। আর তাই কর্মশালা উদ্বোধনের পরই এদিন রাজ্য বিজেপির কোর কমিটির সঙ্গে বৈঠক করার পরিকল্পনা রয়েছে নাড্ডার। মূলত আসন্ন লোকসভা নির্বাচনের রোডম্যাপ বাতলে দেওয়ার জন্যই এই বৈঠক বলে খবর।
রবিবার সকালে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়ার কথা রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতির। আর তারপরই শহরের এক পাঁচতারা হোটেলে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব, বিধায়ক এবং সাংসদদের সঙ্গে পৃথক একটি বৈঠক করার কথা রয়েছে নাড্ডার।
প্রসঙ্গত, বাংলায় এসে ‘২৪-এর লোকসভা নির্বাচনে ৩৫ আসনের টার্গেট দিয়ে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বঙ্গ বিজেপির শীর্ষনেতৃত্বের সঙ্গে বৈঠকে সেই লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে আলোচনা করতে চলেছেন নাড্ডা বলে খবর। ফলে এই পরিস্থিতিতে দলের সর্বভারতীয় সভাপতির বঙ্গে আগমনকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন দলীয় নেতা-কর্মীরা।