নিউজ ডেস্ক: বলিউডে গ্যাংস্টার নিয়ে সিনেমার তালিকা বেশ দীর্ঘ। তবে এমন গ্যাংস্টার, তোলাবাজ বা অন্ধকার অপরাধ জগতের মানুষ বাংলাতেও কম নেই। তবে অপরাধ জগতের লোকেদের নিয়ে বাংলায় ছবি প্রায় নেই বললেই চলে। এইবার সেই রকমই ছবি আসতে চলেছে। মুখ্য চরিত্রে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম। পরিচালকের আসনে ব্রাত্য বসু।
আশির দশকে হুগলির কারখানা সংলগ্ন এলাকায় হপ্তা তুলে গুন্ডামিতে হাত পাকিয়েছিল হুব্বা শ্যামল। নব্বইয়ের দশকে বাড়তে থাকে তাঁর প্রভাব প্রতিপত্তি। হপ্তার পাশাপাশি বাড়তে থাকে তাঁর অপরাধের মাত্রাও। খুন, যখম, রাহাজানি, তোলাবাজি কিছুই বাদ যায় না সেই তালিকা থেকে। একসময় হুগলির ত্রাস হয়ে দাঁড়ায় হুব্বা শ্যামল। অপরাধ জগতের এই নক্ষত্রের জীবনের কাহিনিকেই বড়পর্দায় তুলে ধরেছেন পরিচালক ব্রাত্য বসু।
গলায় গাঁদা ফুলের মালা পরে প্রথম হুব্বার চরিত্রে দেখা গিয়েছিল মোশারফকে। সেই লুকেই চমক লুকিয়ে ছিল। এবার টিজারে মোশারফকে দেখে উত্তেজিত দর্শক মহল। সিনেমার পরতে পরতে লুকিয়ে রয়েছে উত্তেজনা, রহস্য-রোমাঞ্চ ও কমেডি। পরিচালক ব্রাত্য বসু জানান যে এই ছবি থ্রিলার ও কমেডির মিশেলে তৈরি করা হয়েছে। এমনকী হুগলির দাউদ ইব্রাহিম বলা হত হুব্বা শ্যামলকে।
২০০৫ সালে খুনের ঘটনায় গ্রেফতার হয় শ্যামল যদি কিছুদিন পরেই জামিনে ছাড়া পেয়ে যায়। ২০১১ সালে সরকার বদলের পরে বৈদ্যবাটির খালের জলে তাঁর দেহ পাওয়া যায়। ছবিটিতে হুব্বা শ্যামলের জীবনের ওঠাপড়া ছাড়াও তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি ও অপরাধ জগতের চিত্র দেখা যাবে বলেই পরিচালক জানিয়েছেন।