নিউজ ডেস্ক: শনিবার সন্ত রবিদাসের ১০০ কোটি টাকার মন্দিরের
(Sant Ravidas Temple) ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন নরেন্দ্র মোদী। মধ্যপ্রদেশের সাগর
জেলার বুন্দেলখণ্ড এলাকায় প্রায় ২০ থেকে ২৫ শতাংশ মানুষ মুচি সম্প্রদায়ের মানুষ। এঁরা
হলেন সন্ত রবিদাসের একনিষ্ঠ ভক্ত। অপর দিকে সমানেই মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন।
তাই তার আগে তফশিলি সমাজের জন্য সন্ত গুরু রবিদাসের মন্দিরের স্থাপনা করে বড় চমক দিতে
চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মধ্যপ্রদেশের সাগর জেলায় চতুর্দশ সন্ত সাধক
রবিদাসের একটি সুন্দর মন্দির নির্মাণের শিলান্যাস করবেন মোদী। এর পাশাপাশি তিনি প্রকাশ্য
সভা করবেন বলেও জানা গেছে। এই মন্দির নির্মাণে আনুমানিক খরচ হবে মোটামুটি ১০০ কোটি
টাকা। সামনেই মধ্যপ্রদেশ নির্বাচন। তাই এই সন্ত মহাপুরুষের মন্দির নির্মাণ করে সন্ত
রবিদাসের ভক্তদের বিশেষ উপহার তুলে দিতে চাইছেন প্রধানমন্ত্রী, এমনটাই মনে করছে রাজনৈতিক
মহল।
আরও পড়ুন: JP Nadda: লোকসভা নির্বাচনের রোডম্যাপ ঠিক করে দিতে বঙ্গ সফরে জেপি নাড্ডা
সন্ত রবিদাস ছিলেন ভারতের মধ্যযুগের ভক্তিবাদী
আন্দোলনের একজন অন্যতম প্রবক্তা। মূলত মধ্য ভারত, পশ্চিম ভারত এবং উত্তর ভারতে ভক্তিবাদী
আন্দোলনের অন্যতম প্রচারক ছিলেন। মানুষের মধ্যে জাতপাত, বর্ণ বিদ্বেষকে দূরে রেখে ভক্তিবাদের
প্রচার, প্রসার ঘটান তিনি। তাঁর সমসাময়িক ভক্তিবাদী সন্ত মহাপুরুষদের মধ্যে ভক্তিবাদে
বেশ জনপ্রিয়তা লাভ করেছিলেন দাদুর, নানক, কবীর, মীরা বাঈ, শ্রী চৈতন্য মহাপ্রভু প্রমুখ।
জগতের মুক্তির জন্য মুখে মুখে দোহা বা পদের মাধ্যম গানে রচনা করে গিয়েছেন সন্ত রবিদাস।
এখনও পর্যন্ত জানা গিয়েছে প্রায় ১০ হাজার
বর্গ কিলোমিটার জায়গা জুড়ে তৈরি হবে এই মন্দির যেখানে একটি বিশেষ প্রদর্শনীশালা থাকবে,
থাকবে সন্ত রবিদাসের জীবনীভিত্তিক বেশ কিছু কথাচিত্র। মন্দিরে আগত ভক্তদের জন্য ভক্তনিবাস
এবং জলকুণ্ড রাখার পাশাপাশি মন্দিরের ভিতরেই একটি সম্মেলনকক্ষও থাকবে বলে জানা গিয়েছে।