নিউজ ডেস্ক: বিনামূল্যে সিনেমা দেখতে চান। সরকার আপনার জন্য
এবার শহরের সব সিনেমা হলে একেবারে বিনামূল্যে সিনেমা দেখানোর ব্যবস্থা করেছে। তবে আগে
আসলে আগে পাবেন। কারণ সরকারের এই প্রস্তাবে খুশি হাওয়া সিনেপ্রেমী মানুষদের মধ্যে।
আইনক্স, পিভিআর, সিনেপোলিস’এর মত থিয়েটারে বিনামূল্যে সিনেমা দেখা যাবে ভেবেই অবাক
হচ্ছেন অনেকে। ইতিমধ্যেই খবর ছড়িয়ে পড়তে আগেভাগে সিনেমা দেখার চিন্তাভাবনা শুরু করে
দিয়েছে শহরবাসী।
প্রশাসনের তরফে জানা গেছে মোট ১৪টি সিনেমা হলে এই বছর বিনামুল্যে
সিনেমা দেখানো হবে। স্বাধীনতা দিবসের দিন দুপুর বেলায় একেবারে বিনামূল্যে দেখা যাবে
বেশ কয়েকটি সিনেমা। তবে দেশভক্তিতে ভরপুর এই ধরনের ছবি দেখানোর নির্দেশিকা দেওয়া হয়েছে
প্রশাসনের তরফ থেকে।
কোনো শহরে দেখানো হবে বিনামূল্যে ছবি? তাই ভাবছেন তো। যোগী রাজ্যের
রাজধানী লখনউ শহরের জেলা শাসক এই মর্মে ইতিমধ্যেই নির্দেশিকা জারী করেছেন। নির্দেশিকায়
দেখা যাচ্ছে মোট ১৪ টি সিনেমাহলে আই বি ৭১, ভাগ মিলখা ভাগ এজাতীয় সিনেমা দেখানো হবে।
এক্ষেত্রে ৩০ শতাংশ আসন স্কুল ছাত্র, ৩০ শতাংশ আসন অবসরপ্রাপ্ত বয়সীদের জন্য, ১০ শতাংশ
দৃষ্টি শক্তিহীন মানুষ ও বাকি ৩০ শতাংশ সাধারণদের জন্য সুরক্ষিত থাকবে বলে জানা গেছে।
সিনেমাহল গুলির মধ্যে অধিকাংশই শীতাতপ নিয়ন্ত্রিত। এসির হাওয়া, ডিজিটাল ডলবি সাউন্ড
আর নরম সিটে বসে বিনামূল্যে সিনেমা দেখার সুযোগকে যোগী প্রশাসনের মাস্টারস্ট্রোক বলছে
লখনউয়ের মানুষ।
লখনউয়ের মানুষ এই খবর ছড়িয়ে পড়তেই দারুন খুশি। লখনউয়ের বাসিন্দা
সন্তোষ মিশ্র বলেন, “ছুটির দিন বিনামুল্যে সিনেমা দেখব এর থেকে ভাল আর কি হতে পারে।
সপরিবারে যাব সিনেমা দেখতে। তবে সকাল থেকেই লাইন পড়ে যাবে বলে মনে হচ্ছে”। দেশভক্তি
জাগ্রত করতে এই আগে সমস্ত স্কুলে জাতীয় সংগীত গাওয়া বাধ্যতামূলক করেছে যোগী প্রশাসন।
এমনিতেই সিনেমা হলে সিনেমা শুরু হওয়ার আগে জাতীয় সঙ্গীত বাজানো হয় দেশজুড়ে। দেশভক্তি
বৃদ্ধি করতে যোগী প্রশাসনের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে ওয়াকিবহাল মহল।