নিউজ ডেস্ক: দক্ষিণী অভিনেত্রী-রাজনীতিবিদ জয়া প্রদাকে ছয় মাসের জেল ও ৫ হাজার টাকা জরিমানার সাজা শুনিয়েছে চেন্নাইয়ের একটি আদালত। বেশ পুরনো একটি মামলার শুনানি হয়েছে সম্প্রতি। আর তাতেই দোষী সাব্যস্ত হন জয়া প্রদা। এই অভিনেত্রী-রাজনীতিবিদ ছাড়াও ওই মামলায় দোষী সাব্যস্ত হয়েছে তাঁর দুই সহযোগী, রামকুমার এবং রাজা বাবু।
জানা গিয়েছে যে বেশ কয়েক বছর আগে চেন্নাইয়ে একটি সিনেমা হল কিনেছিলেন। সেই সময় তাঁর সহযোগী ছিল রামকুমার এবং রাজা বাবু। কিন্তু পরবর্তীকাল একটানা লোকসান হওয়ার ফলে ওই সিনেমা হলটি বন্ধ করার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। হঠাৎ করে সিনেমা হল বন্ধ করে দেওয়ার পরে তাঁর বিরুদ্ধে অভিযোগ করেন ওই হলে কর্মরত কর্মীরা। তাঁদের অভিযোগ, তাঁদের বেতন থেকে কেটে নেওয়া স্বাস্থ্য বীমার টাকা জমা করেনি জয়া প্রদা ও তাঁর সহযোগিরা।
লিখিতভাবে অভিযোগ দায়ের করার পরেই শুরু হয় মামলা। কর্মীদের অভিযোগের ভিত্তিতে জয়া, রাম এবং রাজার বিরুদ্ধে চেন্নাইয়ের এগমোর ম্যাজিস্ট্রেট আদালতে মামলা ওঠে। টাকা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মামলা তুলে নেওয়ার অনুরোধ করেন তিনি। কিন্তু সেই আবেদন খারিজ করে শুক্রবার ওই মামলার সাজা ঘোষণা করেন আদালত। তাতে ৬ মাসের জেল হয় প্রদার। অভিনেতা হিসেবে জয়া প্রদা হিন্দি এবং তেলুগু মিলিয়ে প্রায় ৩০০ টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন।