নিউজ ডেস্ক: অ্যাটলির জওয়ান নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। শাহরুখ খান অভিনীত ছবি ইতোমধ্যে সাড়া ফেলে দিয়েছে সারা ভারত জুড়ে। একইসঙ্গে চারটি ভাষায় মুক্তি পাবে এই ছবি। ধামাকাদার অ্যাকশনের জন্য অ্যাটলি পরিচিত পরিচালক। মূলত দক্ষিণ ভারতে তাঁর কাজ সীমিত থাকলেও সম্প্রতি বলিউডেও তাঁর পরিচালনার পরিসর বেড়েছে। এবার বলিউডের বাদশার পরে তাঁর পরিচালনায় দেখা যাবে বরুণ ধাওয়ানকে।
ছবির নাম এখনো প্রকাশ্যে না এলেও চলতি সপ্তাহ থেকেই শুরু হয়ে গিয়েছে সেই ছবির শুটিং। এরই মধ্যে শুটিং করার সময় হাতে চোট পেয়েছেন বরুণ ধাওয়ান। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বাঁ হাতের কনুইয়ের ছবি স্টোরিতে দিয়েছিলেন তিনি। কনুইয়ে চোট লেগে লাল হয়ে গিয়েছে বলেই দেখা গিয়েছে সেই ছবিতে। জানা গিয়েছে ছবিটিতে প্রচুর অ্যাকশন সিকোয়েন্স থাকবে। পরতে পরতে থাকবে থ্রিলার। যারা অ্যাকশন সিনেমা দেখতে ভালোবাসেন তাঁদের জন্য অ্যাটলির সিনেমা সব সময়ই প্রথম সারিতে থাকে। জওয়ানের ট্রেলারেই তা স্পষ্ট।
এবার বরুণ ধাওয়ানের স্টোরি থেকেও বোঝা যাচ্ছে পরবর্তী ছবিটি বেশ থ্রিলিং হতে চলেছে। ছবিটির প্রযোজনা করছে মুরাদ সেঠানি এবং প্রিয়া অ্যাটলি। বরুণ ধাওয়ানের শেষ সিনেমা ইতোমধ্যে বিতর্কে জড়িয়েছে। জাহ্নবী কপূর এবং বরুণ অভিনীত ছবি ‘বাওয়াল’ আসলেই বাওয়াল তৈরি করেছিল। অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছিল এই ছবি। ইতিহাসের পাতার ভয়ংকর এক অধ্যায় আউসভিৎজের হলোকস্টের চিত্র তুলে ধরায় সমালোচনার মুখে পড়ে এই ছবি। অ্যাটলির পরিচালনায় পরবর্তী অ্যাকশন-প্যাক্ট হিরো হিসেবে বরুণ পর্দায় কেমন, তা দেখা এখন সময়ের অপেক্ষা।