নিউজ ডেস্ক: শুক্রবার মুক্তি পেয়েছে সানি দেওল এবং আমিশা পাটেল অভিনীত বহু প্রতীক্ষিত ছবি গদর ২। দেশ জুড়ে এই ছবি নিয়ে উন্মাদনা প্রায় তুঙ্গে। ২২ বছর পর পর্দায় ফিরেছে গদর ২। ভারত পাকিস্তানের সমীকরণ নিয়ে তৈরি হয়েছিল গদর। সানি দেওলের অভিনয় এবং রক্ত গরম করা সংলাপ মন কেড়ে নিয়েছিল দর্শকদের। তাই প্রায় দুই দশক পর এই ছবির সিকুয়েল মুক্তি পেলে তা প্রথম দিনেই দেশ জুড়ে প্রায় ৪০ কোটি টাকা কামিয়ে ফেলে। তবে শুধুমাত্র সাধারণ দর্শকদের এই উৎসাহ নয় বরং ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও এই ছবি দেখার জন্য মুখিয়ে রয়েছেন। রবিবার ১৩ আগস্ট রাষ্ট্রপতি ভবনে গদর ২ এর স্ক্রিনিং হবে বলে জানা গিয়েছে।
রাষ্ট্রপতি ভবনে হওয়া স্ক্রিনিং-এ উপস্থিত থাকবেন ছবির মুখ্য চরিত্র সানি দেওল, আমিশা পাটেল এবং উৎকর্ষ শর্মা। ছবি ডিরেক্টর অনিল শর্মা এবং জি স্টুডিওর গোটা টিম স্ক্রিনিং-এ উপস্থিত থাকবে বলেই জানা গিয়েছে। হাজার এক সালে মুক্তি পেয়েছিল গাদার এক প্রেম কথা। পাকিস্তানের সুন্দরী রমণী সাকিনার প্রেমে পড়েছিলেন ভারতের তারা সিং। দেশভাগের প্রেক্ষাপটে তৈরি ওই সিনেমায় সাকিনা কে পাকিস্তান থেকে ভারতে আনতে বর্ডার পার করে পাকিস্তানে গিয়েছিলেন তারা সিং। বিভিন্ন ওঠা পড়ার পরে স্ত্রী সন্তানকে পাকিস্তান থেকে ভারতে নিয়ে আসতে পেরেছিলেন তিনি।
গদর টু সত্যি দেখা গেছে এইবার নিজের ছেলেকে পাকিস্তান থেকে ফিরিয়ে আনতে ফের বর্ডার পার করবেন সানি। যদিও এই ছবি মুক্তির আগে সেন্সর বোর্ডের আতশ কাচের তলায় পড়েছিল। আগের ছবিতে যেমন রক্ত গরম করার সংলাপ ছিল এই ছবিতেও তেমন রয়েছে। কিন্তু বাদ পড়েছে সাম্প্রদায়িক দাঙ্গা, ধর্মীয় গ্রন্থ থেকে নেওয়া উক্তি এবং বেশ কিছু উত্তেজনা মূলক সংলাপ যা সাধারন মানুষের ভাবাবেগে আঘাত করতে পারে। সাধারণ মানুষ তো বটেই এবার এই ছবি দেখতে ইতিমধ্যে হলে উপস্থিত হয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ বলিউডের অন্যান্য অনেক সেলেব্রিটি। এইবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ছবি দেখে প্রতিক্রিয়া জানতে মুখিয়ে রয়েছেন নির্মাতা সহ অভিনেতারাও।