নিউজ ডেস্ক: কেবলমাত্র ডি.এল.এড(D.el.Ed) বা ডি.এড(D.Ed) ডিগ্রিধারীরাই আবেদন করতে পারবে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায়। কলকাতা হাই কোর্টের নির্দেশ খারিজ করে এমনই রায় দিল সুপ্রিম কোর্ট। সেইসঙ্গে বি.এড(B.Ed) প্রশিক্ষিতরা কেবলমাত্র উচ্চ প্রাথমিক বা উচ্চমাধ্যমিকের জন্যই আবেদন করতে পারবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। গোটা দেশে শীঘ্রই এই নয়া নিয়ম কার্যকর করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
সাধারণত বি.এড প্রশিক্ষণপ্রাপ্তরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের বিদ্যালয়ে শিক্ষকতা করতে পারেন। আর ডি.এল.এড এবং ডি.এড প্রশিক্ষণ নিয়ে প্রাথমিক স্কুলে শিক্ষকতা করা যায়। তবে সম্প্রতি কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, বি.এড প্রশিক্ষণপ্রাপ্তরাও প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের জন্য আবেদন করতে পারেন। তবে এবার হাইকোর্টের সেই রায়কে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, “ডিএলএড এবং ডিএড ডিগ্রিধারীরা প্রাথমিক স্তরে পড়ানোর জন্য বিশেষভাবে প্রশিক্ষিত। সেকারণে তাদেরকে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ করা উচিত। বিএড ডিগ্রিধারীদের নিয়োগ করা হোক মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে।”