নিউজ ডেস্ক: যতবার ডার্বি ততবার হারবি। প্রবাদ শুনতে শুনতে কান পচে গিয়েছিল
লাল হলুদ জনতার। ৮ বার হারের পর অবশেষে জয়ের স্বাদ পেল ইস্টবেঙ্গল। মরসুমের প্রথম ডার্বিতে
১-০ জয়ী হল লাল হলুদ। মোহনবাগান আশা জাগিয়েও ব্যর্থ হল। ডুরান্ড কাপের এই ম্যাচে কয়েকবার
গোলের কাছে পৌঁছেও জালে বল জড়াতে পারল না মোহনবাগান।
বিস্তারিত: East Bengal vs Mohun Bagan 1-0: নন্দ কুমারের গোলে উৎসব ইস্টবেঙ্গলে