নিউজ ডেস্ক: এতদিন ধরে কেন্দ্র সরকারের
প্রকল্পের টাকা সরাসরি দেওয়া হত রাজ্যের হাতে। প্রকল্প-ভিত্তিক নির্দিষ্ট অ্যাকাউন্টে
জমানো থাকত সেই টাকা। কিন্তু এবার রাজ্যের হাতে সরাসরি টাকা পাঠানো বন্ধ করতে চলেছে
কেন্দ্র সরকার। এবার প্রকল্পের টাকা জমা থাকবে রিজার্ভ ব্যাঙ্কে, প্রয়োজন পড়লে যখন
খুশি সেই টাকা তোলাও যাবে। এই নয়া পদ্ধতিকে বলা হচ্ছে ‘জাস্ট ইন টাইম’।
কিছুদিন আগে এই রাজ্যে এক প্রকল্পে
বরাদ্দ টাকা অন্য প্রকল্পে ব্যবহার করার জন্য বিস্তর বিতর্ক হয়েছিল। এমনকি এই অভিযোগও
উঠেছিল যে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পরে আর্তদের ক্ষতিপূরণ দিতে রাজ্য ব্যবহার করেছে
মিড ডে মিলের টাকা। এমনকি নির্দিষ্ট প্রকল্পের জন্য বরাদ্দ টাকা বাণিজ্যিক ব্যাঙ্ক
অ্যাকাউন্টে দিনের পর দিন রেখে দিয়ে অনৈতিকভাবে বিপুল অঙ্কের টাকার সুদও নিয়েছে রাজ্য।
কিন্তু নতুন নিয়ম পুরোদস্তুর চালু হলে, এই দুই কাজই করা সমস্ত রাজ্যের
পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে বলে মানছেন পোড়খাওয়া প্রশাসনিক কর্তাদের একাংশ।
আরও পড়ুন: PM Narendra Modi: ‘রক্তের খেলা খেলেছে’, পঞ্চায়েত নির্বাচনকে টেনে তৃণমূলকে তীব্র আক্রমণ মোদীর
অর্থ দফতর সূত্রে
অবশ্য দাবি, বিষয়টি পরিকল্পনার স্তরে রয়েছে। চলছে প্রস্তুতি পদ্ধতির চূড়ান্ত
নিয়ম-বিধি এখনও হাতে আসেনি। এলে, পদক্ষেপ করা হবে। এক কর্তার মতে, “রাজ্যের ততটা
সমস্যা হওয়ার কথা নয়। তবে তহবিলে বিপুল অঙ্কের টাকা জমা না পড়লে, বরং সমস্যায়
পড়তে পারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিই।’ ইতিমধ্যে কেন্দ্র সরকার জানিয়েছে সমস্ত কেন্দ্রীয় প্রকল্পগুলির টাকা সরবরাহ
করা হবে ট্রেজারি সিঙ্গল অ্যাকাউন্ট থেকে। বাজেট বরাদ্দ হওয়ার পরে পে অ্যান্ড অ্যাকাউন্টস
অফিসের মাধ্যমে সেখানে অর্থ মন্ত্রক টাকা পাঠাবে। আপাতত প্রতিটি মন্ত্রকে একজন করে
কেন্দ্রীয় নোডাল এজেন্সি তৈরি হবে।
আর্থিক বিশেষজ্ঞরা মনে করছেন যে এই
নতুন নিয়ম চালু হলে রাজ্যকে দেওয়া কেন্দ্রের কোনো প্রকল্পের অব্যবহৃত টাকা আর পড়ে থাকবে
না। ফলে অব্যবহৃত অর্থ ফিরিয়ে দিয়ে সেই টাকা অনেকটা সাশ্রয়ও হবে বলে জানা গিয়েছে।