নিউজ ডেস্ক: ‘হর ঘর তিরঙ্গা’! প্রতিটি দেশবাসীর ঘরে এবার পৌঁছে যাবে ভারতের তিন রঙা জাতীয় পতাকা। গত বছর এই অভিনব প্রচারাভিযান শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবারই দেশব্যাপী ব্যাপক সফলতা পেয়েছিল এই প্রচারাভিযান। তাই চলতি বছরেও এই ক্যাম্পেইনের নতুন ভার্সান ‘হর ঘর তিরঙ্গা ২.০’এ ১৩ অগাস্ট থেকে ১৫ অগাস্ট সকলকে অংশগ্রহণের জন্যে আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রী। এবার মোদীর সেই আহ্বানে সাড়া দিলেন জম্মু-কাশ্মীরে হিজবুল জঙ্গির ভাই।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই এক ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, সোপোরে নিজের বাড়ির উঠোনে তেরঙ্গা ওড়ালেন হিজবুল মুজাহিদিন জঙ্গি জাভিদ মাট্টুর ভাই রাইস মাট্টু। বুঝিয়ে দিলেন, ভাই জঙ্গি হলেও দেশের প্রতি ভালোবাসা অটুট রয়েছে তার।
উল্লেখ্য, জাভিদ মাট্টু ওরফে ফাইজাল, সাকিব অথবা মুসাইব হিজবুল মুজাহিদিনের সক্রিয় সদস্য। উপত্যকায় একাধিক জঙ্গি কার্যকলাপের সঙ্গেও যুক্ত সে। এমনকি, ভারতীয় সেনাবাহিনীর ‘মোস্ট ওয়ান্টেড’র তালিকায় প্রথমে দশে নাম রয়েছে জাভিদের। তবে পরিবারের বাকিরা যে দেশ বিরোধী নন, তা এই পদক্ষেপের মাধ্যমে স্পষ্ট বুঝিয়ে দিলেন রাইস। বুঝিয়ে দিলেন, ভাই জঙ্গি হলেও দেশের প্রতি অটুট ভালোবাসা রয়েছে দাদার। আর সেকারণে নেটদুনিয়ায় যথেষ্ট প্রশংসিত হয়েছেন জাভিদ।
আরও পড়ুন: Independence Day Offer: ১৫ অগাস্ট বিনামূল্যে সিনেমা দেখার সুযোগ করে দিচ্ছে সরকার
প্রধানমন্ত্রীর উদ্যোগে সাড়া দিয়ে স্বাধীনতা দিবসের প্রাক্কালে রবিবার একটি বিশাল তেরঙ্গা মিছিল বের হয় শ্রীনগরে। মিছিলে বাকিদের সঙ্গে পা মেলান জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। সাংবাদিকদের দেওয়া বক্তব্যে নাম না করে রাইসের প্রসঙ্গ তুলে ধরেন তিনি। বলেন, “এতদিন অনেকে বলেছেন যে জম্মু-কাশ্মীরে তেরঙ্গা ওড়ানোর জন্যে নাকি কাউকে খুঁজে পাওয়া যাবে না। তবে এবার তারা বুঝবেন যে দেশের বাকি রাজ্যের মতো উপত্যকার প্রতিটি যুবকের মনে দেশের জাতীয় পতাকার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা রয়েছে।”