নিউজ ডেস্ক: উত্তর ভারত জুড়ে বৃষ্টি
আর বন্যার বাড়াবাড়ি চরমে। কিছুদিন আগে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে বন্যার কারণে ধ্বস
নামে। তারপর সম্প্রতি জানা গিয়েছে জোশী মঠে ফের ধরা পড়েছে ফাটল। আর এরই মাঝে আতঙ্ক
বাড়িয়ে তুলল হিমাচলের মেঘভাঙা বৃষ্টি। হিমাচলের সোলানে জলের তোড়ে ভেসে এবং ধসে চাপা
পড়ে কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ধস নামার কারণে এখনও পর্যন্ত হিমাচল
জুড়ে ৪৫২টি রাস্তা বন্ধ করা হয়েছে। বন্ধ রয়েছে স্কুল-কলেজও।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রবিবার
সোলান জেলার মামলিঘ গ্রামে মেঘভাঙা বৃষ্টি নামে। দুর্ঘটনায় কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়।
কমপক্ষে ২টি বাড়ি ও একটি গোশালা জলের তোড়ে ধুয়ে মুছে গিয়েছে। বৃষ্টিতে মৃত্য়ুর খবর
পেয়েই শোক প্রকাশ করেছেন হিমাচল প্রদেশের মুখ্য়মন্ত্রী সুখবিন্দর সিং সুখু। তিনি টুইট
করে শোক প্রকাশ করেন। প্রশাসনকে সাহায্যের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী।
কেন্দ্রের আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী তিনদিন ভারী বৃষ্টিপাতের
সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন অংশে। আর সেই বৃষ্টির কারণে হিমাচলের সমস্ত স্কুল কলেজ,
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশিকা জারি করা হয়েছে।
এর মধ্যে মাণ্ডি জেলাতেই বন্ধ হয়ে
গিয়েছে ২৩৬টি রাস্তা। তাছাড়া সিমলায় ৫৯টি এবং বিলাসপুরে ৪০টি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে।