নিউজ ডেস্ক: অবশেষে ট্রফির সন্ধান পেলেন ক্রিস্তিয়ানো রোনাল্ডো। পিছিয়ে থেকে আল নাসেরকে কার্যত একাই জেতান সিআর সেভেন। আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালে আল হিলালকে ২-১ গোলে হারাল আল নাসের। দু’টি গোলই রোনাল্ডোর। তবে শেষ পর্যন্ত মাঠে থাকতে পারেননি রোনাল্ডো। হাঁটুর চোটে চোখের জলে মাঠ ছাড়তে হয় তাঁকে। ম্যাচ শেষে অবশ্য সতীর্থদের সঙ্গে ট্রফি জয়ের উল্লাসে শামিল হন তিনি।
গত মরসুমে আল নাসেরে যোগ দিলেও গোলের খরা কাটছিল না। ট্রফি দূরের কথা। তারপরে লিওনেল মেসি আমেরিকায় মেজর সকার লিগে যোগ দেন। অভিষেক ম্যাচে গোল করেন। শুধু তাই নয়, পরপর গোল করে আমেরিকার ফুটবল প্রেমীদের কাছে হয়ে যান কাছের মানুষ। মেসির এই উত্থান চাপ বাড়ছিল রোনাল্ডোর উপরে। এবার আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপকে পাখির চোখ করেছিলেন তিনি। গোলের পথ খুঁজে পেলেন। ফাইনালে নিজেকে দিলেন উজাড় করে। প্রথমার্ধে গোল না হলেও দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটের মাথায় প্রথমে গোল করে আল হিলাল। যদিও সেই গোল বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৭৪ মিনিটের মাথায় সমতা ফেরান রোনাল্ডো। তার পরে সাত মিনিটের ব্যবধানে আল নাসেরের আল আমিরি ও নওয়াফ বৌশাল লাল কার্ড দেখেন। ফলে ৯ জনকে নিয়ে বাকি সময়ে খেলতে হয় আল নাসেরকে।
আরও পড়ুন: প্যারিসের ক্লাবে জার্সি বিক্রি মেসির, ক্ষোভ ভক্তদের
৯০ মিনিটে মীমাংসা না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৮ মিনিটে আবার গোল করেন রোনাল্ডো। তার পরে হাঁটুতে চোট পান তিনি। স্ট্রেচারে করে মাঠ থেকে বার করে নিয়ে যেতে হয় রোনাল্ডোকে। কেঁদে ফেলেন সিআর সেভেন। যদিও শেষে আবার হাসি দেখা যায় রোনাল্ডোর মুখে। ২-১ গোলে জেতার পরে ট্রফি নিয়ে উল্লাস করতে দেখা যায় তাঁকে। পরে সমাজমাধ্যমে ভক্তদের ধন্যবাদ দিয়েছেন রোনাল্ডো। তিনি লেখেন, ‘‘প্রথম বার দলকে এই গুরুত্বপূর্ণ ট্রফি জেতাতে পেরে গর্বিত। ক্লাবের সব ফুটবলারকে ধন্যবাদ। এটা দলগত জয়। পাশে থাকার জন্য আমার পরিবার ও বন্ধুদের ধন্যবাদ। দর্শকেরা যে ভাবে সমর্থন করেছেন তার জন্য তাঁদেরও ধন্যবাদ জানাই।’’