নিউজ ডেস্ক: নেইমারও কী সৌদির পথে? ফের ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে নিয়ে জল্পনা তুঙ্গে। এমনিতেই নেইমারের সঙ্গে প্যারিস সাঁজার সম্পর্ক তলানিতে। তাঁকে কোনওভাবেই রাখতে চাইছে না প্যারিসের এই ক্লাব। যে হেতু চুক্তি রয়েছে, তাই অবাঞ্ঝিত ফুটবলার হিসেবে থাকতে প্যারিস সাঁজাতে।
গতবার চোট-আঘাতে পুরো মরসুম বলে ছিলেন। প্যারিসের সমর্থকরা তাঁর বাড়ি ঘেরাও করেছিলেন শহরে অদূরে। পাশাপাশি বার্সেলোনায় ফিরে যাওয়ার কথা শোনা গিয়েছিল নেইমারের। কিন্তু এখন আবার সৌদির যোগাযোগের কথা ভেসে উঠেছে। শোনা যাচ্ছে, মধ্যেই সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে যোগ দিতে পারেন তিনি। দুই দলের মধ্যে তারকার ট্রান্সফার নিয়ে ইতিমধ্যেই আলোচনা চলছে বলে দাবি করেছে ফরাসি সংবাদপত্র লেকুইপে। প্রসঙ্গত, পুরনো ক্লাব বার্সেলোনায় ফিরতে পারেন নেইমার এমন জল্পনাও ছড়িয়েছিল। তবে সেই সম্ভাবনা একেবারেই নেই বলেই মত ওয়াকিবহাল মহলের।
আরও পড়ুন: Cristiano Ronaldo: ফের রেকর্ড রোনাল্ডোর
জানা গিয়েছে, ৩০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেওয়া হয়েছে ব্রাজিলীয় তারকাকে। তবে এখনও পর্যন্ত সরকারিভাবে এই বিষয়ে দুই ক্লাবের তরফে কিছুই বলা হয়নি। মুখে কুলুপ এঁটেছেন নেইমার নিজেও। তবে পিএসজির অনুশীলনে তিনি উপস্থিত ছিলেন না। তারপর থেকেই দলবদলের জল্পনা শুরু হয়। জানা গিয়েছে, নেইমারের ট্রান্সফার নিয়ে দুই ক্লাবের মধ্যে আলোচনা একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। কয়েকদিনের মধ্যেই আল হিলালে সই করতে পারেন নেইমার। প্রসঙ্গত, সৌদি লিগে রোনাল্ডোর ক্লাব আল নাসেরের সবচেয়ে বড় প্রতিপক্ষ এই আল হিলাল।