নিউজ ডেস্ক: হরিণঘাটা ব্লকের আটটি
পঞ্চায়েতের মধ্যে সাতটি পঞ্চায়েত তৃণমূলের দখলে। একটির
দখল নিয়েছে বিজেপি। নগরউখড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েত বিজেপি দখলে।
২২ টি বুথের মধ্যে এগারোটি পেয়েছে
বিজেপি। ছটি পেয়েছে তৃণমূল কংগ্রেস। তিনটি পেয়েছে সিপিআইএম। কংগ্রেস পেয়েছি
দুটি। ১১ তারিখে হরিণঘাটা ব্লকের নগরউখড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন
করে বিজেপি। আজ ১৪ ই আগস্ট পঞ্চায়েতে বসার আগে গো চোনা,
দুধ, গোবর, ঘি, মধু,
দুর্বা, বেলপাতা, তুলসীপাতা,গঙ্গার জল দিয়ে পঞ্চায়েত ধুয়ে শোধন করে কাজ
কর্ম শুরু করল বিজেপি। পরবর্তীতে পঞ্চায়েতের ভেতর পুরোহিত দিয়ে
হলো চণ্ডীপাঠ।
জানা যায় ওই পঞ্চায়েতের প্রধান হলেন প্রফুল্ল
দেবনাথ। উপপ্রধান শম্পা দাস। প্রধান প্রফুল্ল
দেবনাথ গ্রাম পঞ্চায়েতের প্রধানের চেয়ারে বসলেন সোমবার
প্রধানের চেয়ারে বসে তিনি বলেন, “আজ থেকে পাঁচ বছর এই পঞ্চায়েতের
প্রধানের দায়িত্ব থাকব। মানুষের জন্য সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই”।
পঞ্চায়েত ভবন শোধন প্রসঙ্গে তিনি এবং
উপপ্রধান শম্পা দাস বলেন তৃণমূলের দখলে ছিল এই পঞ্চায়ত। তৃণমূল দখলে রেখে শুধু দুর্নীতি করেছে। মানুষের জন্য কিছু করেনি। নিজেদের পকেট ভরেছে। দুর্নীতিবাজ তৃণমূলের হাত থেকে এই পঞ্চায়েতকে মুক্ত
করে মানুষের কাজে ব্রত হওয়ার আগে পঞ্চায়েতকে আমরা শোধন করে নিলাম।