নিউজ ডেস্ক: যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের
হল কলকাতা হাইকোর্টে। র্যাগিং রুখতে ইউজিসিকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিক হাইকোর্ট
এবং আর কে রাঘবনের রিপোর্ট অনুযায়ী বিশ্ববিদ্যালয়কে ব্যবস্থা নেওয়া নির্দেশ দিক আদালত
এই আবেদন জানিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের হল সোমবার। মামলা
দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি।
অন্যদিকে ছাত্র মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের
কাছে রিপোর্ট তলব করেছে ইউ জি সি। জানা গিয়েছে
বুধবার বিশ্ববিদ্যালয়ে আসবে ইউ জি সির একটি প্রতিনিধি দল। অভিযোগ আগেও র্যাগিংয়ের বস্তা
বস্তা অভিযোগ ছিল এই বিশ্ববিদ্যালয়ে। কিন্তু কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয়নি। পড়ুয়ার
প্রাণ চলে যাওয়ার পর অবশ্য টনক নড়েছে বিশ্ববিদ্যালয়ের। সোমবার বিশ্ববিদ্যালয়ে দফায়
দফায় বৈঠক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিন
দ্বিতীয়বার তদন্ত কমিটির বৈঠকে বসার কথা রয়েছে। সেদিন রাতে ঠিক কি হয়েছিল
জানতে এক প্রত্যক্ষদর্শী ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। পাশাপাশি তলব করা
হয়েছে মেন হস্টেলের ভারপ্রাপ্ত সুপারকে। অবশ্য প্রত্যক্ষদর্শী ছাত্রদের ভয় দেখানো
হতে পারে এই আশঙ্কা করছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের একাংশ।
অন্যদিকে ছাত্র মৃত্যুর অভিযোগে যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে
তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রথম বর্ষের পড়ুয়ার ওপর শারীরিক ও মানসিক
অত্যাচার করা হয়েছিল এই তত্ত্ব আরও জোরালো হচ্ছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে
পেরেছে যখন ওই ছাত্রকে হেনস্থা করা হচ্ছিল
তার ভিডিও রেকর্ড করা হয়েছিল। তবে তথ্য প্রমাণ লোপাট করা উদ্দেশ্যে ডিলিট করে দেওয়া
হয় সেই ভিডিও। হেনস্থার প্রমাণ পেতে ধৃতদের মোবাইল থেকে ডিলিট হওয়া ফুটেজ পুনরুদ্ধার
করতে ফরেন্সিক ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ দের সাহায্য নিচ্ছে পুলিশ। ধৃতদের পাশাপাশি আরও বেশ কয়েকজন পড়ুয়ার মোবাইল ফোন পুলিশের
স্ক্যানারে রয়েছে বলে লালবাজার সূত্রের খবর।