নিউজ ডেস্ক: আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। কৃষ্ণগঞ্জের শিব নিবাস মন্দিরে হাজার হাজার ভক্তদের ভিড়। শ্রাবণ মাস
মানেই শিবের মাস। সমস্ত শিব মন্দিরে শিব
ভক্তরা গোটা শ্রাবণ মাস ধরে পূজো করে থাকেন। কৃষ্ণগঞ্জের শিবনিবাস মন্দির তাদের
মধ্যে অন্যতম। হুগলির তারকেশ্বর মন্দিরে গোটা শ্রাবণ মাস
জুড়ে যেমন ভিড় লেগে থাকে ঠিক তেমনই নদিয়ার কৃষ্ণগঞ্জ শিবনিবাস মন্দিরের
চিত্রটাও একইরকম। আর সেই উপলক্ষে শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে নবদ্বীপ গঙ্গার
ঘাট থেকে জল সংগ্রহ করে দীর্ঘ ৩৫ কিলোমিটার পথ অতিক্রম করে ভক্তরা সেই জল ঢালছেন
শিবনিবাস মন্দিরের শিবের মাথায়।
শিবনিবাস মন্দির, এশিয়ার
দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গের উত্তরাধিকারী । ঐতিহাসিকদের মতে রাজা কৃষ্ণচন্দ্র স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন। এরপর
থেকেই দুই শতাধিক বছর ধরে এই মন্দিরে পুজো হয়ে আসছে। বছরের
অন্যান্য মাসে পুণ্যার্থীদের ভিড় কম থাকলেও গোটা শ্রাবণ মাস জুড়ে শিবনিবাস
মন্দির এলাকা থাকে জমজমাট। শ্রাবণী মেলা বসে মন্দির চত্বরে।
রবিবার সকাল থেকেই হাজার হাজার ভক্তরা
নবদ্বীপের গঙ্গার ঘাটে স্নান করে গঙ্গার জল সংগ্রহ করে কাঁধে বাঁক নিয়ে সেই জল
নিয়ে গেছেন পায়ে হেঁটে কৃষ্ণগঞ্জ শিবনিবাস মন্দিরে। সারারাত ধরে হাজার হাজার
মানুষ পায়ে হেঁটে ৩৫ কিলোমিটার পথ অতিক্রম করে গেছেন মন্দিরে। রবিবার মাঝ রাত
থেকেই মন্দিরে ভক্তদের পূজো দেওয়ার লম্বা লাইন পরে। এরপর সোমবার ভোর রাত থেকেই
মন্দির খুলে দেওয়া হয় ভক্তদের জন্য।
এদিন কৃষ্ণগঞ্জ চত্বরে ভিড় সামাল দিতে মোতায়ন
করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা রয়েছে
তৎপর। সব মিলিয়ে অন্যান্য বারের মতো এ বছরও শ্রাবণের শেষ সোমবারে ভক্তদের আগমনে
জমজমাট কৃষ্ণগঞ্জ শিবনিবাস মন্দির।