নিউজ ডেস্ক: পুজোর বাকি আর মোটে দু’মাস। কিন্তু এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি। পছন্দের পোশাক পরার জন্য এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে ওজন কমানো, ট্রেন্ডিং জামাকাপড়ের খোঁজ আবার রূপচর্চাও। অনেকেই আবার চুল কাটার পাশাপাশি রংও করাতে চান এই বছর পুজোয়। চুলে রং করলে দেখতে ভালো লাগে ঠিকই তবে ঠিকমতো যত্ন না নিলে হতে পারে ক্ষতি। তাই চুলে রং করার আগে জেনে নিন কোন নিয়ম মানলে চুলের রং অটুট থাকবে অনেক দিন।
তিন দিন পরে শ্যাম্পু
চুলে রং করলে চুলের উপরে থাকা কিউটিকল স্থরটি নষ্ট হয়ে যায়। এর ফলে চুলে রং প্রবেশ করে। কিন্তু রংটি চুলে বেঁধে রাখার জন্য আবার কিউটিকল স্থরটি ফের তৈরি হওয়া জরুরি। এর জন্য তিন দিন অপেক্ষা করতে হবে। তিনদিনের মধ্যে কিউটিকল ফের তৈরি হয়ে যায়। ফলে চুলে রং করার তিনদিনের মধ্যে শ্যাম্পু করলে রং ধুয়ে যেতে পারে।
সালফেট মুক্ত শ্যাম্পু
চুলে রং করলে সবসময় সালফেট মুক্ত শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করা জরুরি। সালফেট উপাদানটি অনেক সময় অ্যানায়োনিক ডিটারজেন্ট হিসেবে কাজ করে যা চুলের রং নষ্ট করে দিতে পারে।
জলের ব্যবহার
গরম জলে চুল ধোওয়া কখনোই উচিত নয়। কিউটিকল নষ্ট করে দেয় গরম জল। ফলে অল্প দিনেই রং উঠে যেতে পারে। তাই সবসময় ঠান্ডা জলে চুল ধোওয়া উচিত।
সপ্তাহে ক’বার শ্যাম্পু করবেন?
চুলে রং করা থাকুক বা না থাকুক প্রতিদিন চুলে জল দেওয়া বা শ্যাম্পু করা উচিত নয়। সপ্তাহে অন্তত একদিন বা সর্বোচ্চ তিনদিন চুলে শ্যাম্পু করলে চুল ভালো থাকে।