নিউজ ডেস্ক: শুক্রবার ব্যোমকেশ ও দুর্গ রহস্যের মুক্তির পরেই ফের চমক দিলেন দেব। পরপর তিনদিন হাউসফুল থাকার পরে সোমবার মুক্তি পেল তাঁর পরবর্তী ছবির প্রি টিজার। স্বাধীনতার ৭৬ তম বর্ষপূর্তি উপলক্ষে স্বাধীনতা সংগ্রামী যতীন মুখোপাধ্যায়কে নিয়ে ছবি আসছে তা আগেই জানিয়েছিল দেবের প্রযোজনা সংস্থা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস। প্রকাশ্যে এসেছিল বাঘাযতীনের প্রথম লুকও। এইবার প্রি টিজার দেখে উচ্ছ্বসিত দেব অনুরাগীরা। বাংলায় এর আগে স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে তেমন কোনো ছবি না থাকার জন্য বর্তমান প্রজন্মের কাছেও এই ছবি প্রাধান্য পাবে বলেই মনে করছেন সিনে প্রেমীরা।
এক মিনিটের প্রি টিজারে বাঘা যতীনের রূপে নজর কেড়েছেন দেব। শুরুতেই শোনা যায় বাঘা যতীনের কণ্ঠ। তিনি বলছেন, ‘যতীন মুখার্জি হয় মারে, নয় মরে, ধরা পড়ে না’। স্বাধীনতার যুগে বিপ্লবীরা ইংরেজদের হাত থেকে বাঁচতে এবং লুকিয়ে থাকতে ছদ্মবেশ ধারণ করতেন। প্রি টিজারেও সেই ছদ্মবেশ দেখা গিয়েছে। এক মিনিটের এই প্রি টিজারেই বাঘা যতীনের একাধিক রূপে দেখা গিয়েছে দেবকে। কখনো ধুতি-পাঞ্জাবিতে আদ্যোপ্রান্ত বাঙালি, কখনো খাকি উর্দিতে বিপ্লবী রূপে আবার কখনো ছদ্মবেশি বহুরূপী হিসেবে দেখা মিলেছে তাঁর।
অরুণ রায় পরিচালিত ছবিতে দেবের পাশাপাশি রয়েছেন নবাগতা সৃজা দত্ত। স্বাধীনতা পূর্ববর্তী যুগে ইংরেজদের নির্মম অত্যাচারের দৃশ্য ফুটে উঠেছে এই ছবিতে। বাঘের সঙ্গে লড়াই করে যতীন্দ্রনাথ নাম পেয়েছিলেন বাঘা যতীন। প্রি টিজারে দেখা গিয়েছে বাধের সঙ্গে লড়াই করার সেই দৃশ্যও। বিপ্লবীদের রোমহর্ষক কাহিনী বরাবরই উত্তেজনা তৈরি করে আর সেই উত্তেজনার আগুনে ঘি ঢালতে পুজোয় আসছে বাঘা যতীন।
ব্যোমকেশ ও দুর্গ রহস্য ইতোমধ্যেই ভালোই ব্যবসা করেছে। শুক্রবার মুক্তি পাওয়ার পরে সোমবার অবধি মোট ৮৬ লক্ষ টাকা বক্স অফিস কালেকশন রয়েছে এই ছবির। মঙ্গলবার স্বাধীনতা দিবসেও হাউসফুল রয়েছে এই ছবি। সিনে সমালোচকদের দাবি এই সপ্তাহ শেষে এক কোটির ঘরে ঢুকে যাবে এই ছবি।