নিউজ ডেস্ক: জওয়ান নিয়ে প্রতিদিন একটু একটু করে উৎসাহ বাড়ছে দর্শকদের মধ্য়ে। ১০ জুলাই জওয়ানের প্রিভিউ রিলিজ হওয়ার পরেই উচ্ছ্বসিত শাহরুখের অনুরাগী সহ একাধিক পরিচালকও। দক্ষিণী পরিচালক অ্যাটলি পরিচালিত জওয়ান-এ শাহরুখের পাশাপাশি দেখা গিয়েছে নয়নতারাকে। রাফ অ্যান্ড টাফ অথচ সেক্সি লুকে পুলিশের চরিত্রে দেখা যাবে তাঁকে। এইবার নয়নতারার সঙ্গে শাহরুখের নতুন গান প্রকাশ্যে এল। গানের নাম চালেয়া।
বিভিন্ন রঙের ফ্যান্সি গাউনে দেখা গিয়েছে নয়নতারাকে। অন্যদিকে শার্ট ট্রাউজারে ক্যাজুয়াল লুকে দেখা গিয়েছে বাদশাকে। এই প্রথমবার বড় পর্দায় একসঙ্গে দেখা গিয়েছে এই জুটিকে। যদিও তাঁদের রসায়ন ইতোমধ্যেই নজর কেড়েছে সকলের। এর আগে জওয়ান ছবির প্রথম গান জিন্দা বান্দা প্রকাশ পেয়েছে। সেখানে শাহরুখের সঙ্গে নাচের তালে দেখা গিয়েছিল প্রমীলা বাহিনীকে। প্রায় ১০০০ জন মহিলা ব্যাকগ্রাউন্ডে পা মিলিয়েছিলেন ওই গানে।
প্রি ভিউতে নয়নতারাকে রাফ অ্যান্ড টাফ লুকে নয়নতারাকে দেখা গেলেও চালেয়া গানটিতে ড্রিমি লুকে দেখা গিয়েছে তাঁকে। বলিউডি কায়দার পরিবেশের বদলে গানটিতে ফিল্মি অথচ ড্রিমি পরিবেশ তৈরি করেছেন পরিচালক। গানটি দেখে অনুমান করা যায় ছবিতে শাহরুখ-নয়নতারার প্রেমের সম্পর্ক ও রসায়ন দেখা যাবে। গান মুক্তির আগেই নিজের ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে জানান বাদশা নিজেই। ৭ সেপ্টেম্বর সারা ভারত জুড়ে চারটি ভাষায় একসঙ্গে প্রকাশ পেতে চলেছে এই ছবি।