নিউজ ডেস্ক: দীর্ঘ
টালবাহানার পর অবশেষে ভরতপুর পঞ্চায়েত সমিতির দখল নিলেন
বিধায়ক হুমায়ুন কবীরপন্থী ব্লক সভাপতি সঞ্জয় সারখেল। হুমায়ুন কবীরের বিরুদ্ধে দলের একাংশের হম্বি তম্বি কোন কাজে এল না।
ভরতপুরে তার অনুগামীরা পঞ্চায়েত সমিতি দখল করে প্রমাণ করে দিল বিয়াধকই শেষ পর্যন্ত
শেষ কথা বললেন।
সোমবার ভরতপুর এক নম্বার ব্লকের পঞ্চায়েত
সমিতির সভাপতি নির্বাচন করা হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায়
ভরতপুর ১ নম্বর ব্লকের মোট ২৩ টি আসন সংখ্যা তার মধ্যে
শাসকদলের জয়ী ছিল ১৭ টি, কংগ্রেসের পাঁচটি ও নির্দলের একটি
আজ সর্বদলীয় সমর্থনে অর্থাৎ ২৩ জনের সমর্থনে ভরতপুর পঞ্চায়েত সমিতির সভাপতি হলেন সালমা সুলতানা ও সহ সভাপতি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় সঞ্জয়
সারখেল। এতদিন এই পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন আবুল
হাসানাত। তাকে সরিয়ে সভাপতি নির্বাচন হলেন এই সালমা সুলতানা।
পঞ্চায়েতের মনোনয়ন পর্ব থেকেই ভরতপুর
বিধানসভায় গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল। পঞ্চায়েত
নির্বাচনের দিন পর্যন্ত সেই দ্বন্দ্ব ছিল প্রকাশ্যে। সেই
দ্বন্দ্বের এখনও যে থামেনি তা বলা বাহুল্য। ভরতপুর পঞ্চায়েত
সমিতির দখল হুমায়ুন পন্থীরা নেওয়ায় কার্যত তৃণমূল কংগ্রেস যে তামসমর্পণ করল
তা বলা বাহুল্য। দলের অন্দরে কানাঘুষো শুরু হয়েছে শৃঙ্খলা রক্ষা
কমিটি কি তাহলে কারো কারো ক্ষেত্রে দৃষ্টিহীন হয়ে পড়ে।