নদীয়া: যাদবপুরের প্রথম
বর্ষের মৃত ছাত্রের বৈষ্ণব মতে অন্ত্যেষ্টি ক্রিয়া
সম্পন্ন হল। সোমবার নদীয়ার বগুলাতে
নিজের বাড়িতে মৃত ছাত্রের বাবা তার ছেলের অন্ত্যেষ্টি
কাজ করলেন। ছেলের আত্মার শান্তির কামনাযর সময়
চোখের জল ধরে রাখতে পারলেন না বাবা-মা। করুন পরিবেশ তৈরি হয় সেই সময়।
এমন পরিস্থিতিতে অনেকেই বাক্যহারা। গৌড়ীয়
বৈষ্ণব মতে শান্তিক্রিয়া সম্পন্ন হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মৃত ছাত্রের। নদীয়ার বগুলার বাড়িতে তার ক্রিয়া কার্য
সম্পন্ন হয় সমস্ত রীতিনীতি মেনেই। তার আত্মার শান্তির কামনায় চোখের জলে ভাসলেন
মা বাবা ও পরিবার। ছাত্র স্বপ্নদ্বীপের আত্মার শান্তির কামনায় করা হল হোম যজ্ঞ।
এখনও শোকস্তব্ধ গোটা এলাকা। কেউ
কোনো কথা বলতে পারছেন না। আত্মীয় স্বজনরা ভাবতেই পারছেন না
তাদের প্রিয় সন্তান আর নেই। চোখের জল ধরে রাখতে পারছেন না মৃতের বাবা-মা। তার ক্রিয়া কার্য হয় মায়াপুর গৌড়ীয় মঠের ভক্তিপ্রসাদ মহারাজের হাত ধরে।
সকাল থেকেই চলছিল প্রস্তুতি। বেশ কয়েক ঘন্টা পর শেষ হয়
ক্রিয়াকার্য। তবে ছেলেকে পড়াশোনা করতে পাঠিয়ে আজ যে বাবা মাকে সর্বস্বান্ত হতে
হবে এটাই মেনে নিতে পারছেন না স্থানীয় বাসিন্দারা।