নিউজ ডেস্ক: গাড়িতে হর্ন নয়, এবার বাজবে ভারতীয় বাদ্যযন্ত্র। শব্দদূষণ রুখতে নয়া আইন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। এমনই ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক এবং মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি।
নীতিনের কথায়, “শব্দদূষণ নিয়ন্ত্রন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি ভাগ্যবান ভিআইপি গাড়িতে লাল আলোর ব্যবহার বন্ধ করতে সক্ষম হয়েছি। এবার সাইরেন ব্যবহার বন্ধ করার পরিকল্পনা করছি”। হর্নের বদলে গাড়িতে তবলা, শঙ্খ, বাঁশির আওয়াজ ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান তিনি। ‘সাধারণ মানুষকে শব্দদূষণ থেকে মুক্তি দিতে’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মত নীতিনের।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে পুনে-চাঁদনি চক মাল্টি লেভেল ফ্লাইওভার প্রকল্প নিয়ে আলোচনা চলছে। অবশেষে শনিবার এই প্রকল্পের উদ্বোধন করলেন গড়কড়ি। সঙ্গে ছিলেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ এবং অজিত পাওয়ার। নয়া এই প্রকল্পের আওতায় মোট ৪টি ফ্লাইওভার নির্মাণ, ১টি আন্ডারপাস প্রশস্ত এবং ২টি নতুন আন্ডারপাস নির্মাণ করা হয়েছে। সরকারের মোট ৮৬৫ কোটি টাকা খরচ হয়েছে এই প্রকল্পে।
প্রসঙ্গত, প্রতিদিন লক্ষ লক্ষ যানবাহনের হর্নের আওয়াজে ক্রমশ বাড়ছে শব্দদূষণের মাত্রা। কেবলমাত্র উৎসবের মরশুমে ৬৫ ডেসিবেলের মাত্রা ঠিক করে দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। কিন্তু এবার শব্দদূষণ রোধে আরও কড়া পদক্ষেপ নেওয়ার পথে কেন্দ্র।