নিউজ ডেস্ক: দেশের ৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষে সোমবার সকালে
ব্যারাকপুরের গান্ধী ঘাটে আসেন রাজ্যের রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এদিন তিনি গান্ধী
ঘাটে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগ আয়োজিত একটি প্রার্থনা সভায় যোগ দেওয়ার
পাশাপাশি গান্ধী স্মারক স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন তিনি।
অনুষ্ঠান মঞ্চে রাজ্যপালের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের সেচমন্ত্রী
পার্থ ভৌমিক, মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্রিবেদী, জেলাশাসক, শরদ কুমার দ্বিবেদী, মহকুমাশাসক
সৌরভ বারিক, মহকুমা তথ্য সাংস্কৃতিক আধিকারিক সুষ্মিতা হাতি,ব্যারাকপুরের নগরপাল অলোক
রাজোরিয়া সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও রাজ্যের উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকগন।
প্রথা অনুযায়ী অনুষ্ঠানে রাজ্যপালের সহ অন্যান্য সম্মানীয়
অতিথিদের সামনে দশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করে শোনানো হয়। এছাড়াও এদিনের অনুষ্ঠানে
আবাসিক মহিলারা চরকা কেটে রাজ্যপালকে অভিবাদন জানান। অনুষ্ঠানের শেষ লগ্নে গান্ধী স্বারক
স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস, মন্ত্রী পার্থ ভৌমিক সহ
অন্যান্য বিশিষ্টজনরা। এরপর হোমের আবাসিকদের সঙ্গে চরকাও কাটেন রাজ্যপাল। অনুষ্ঠানে
স্থানীয় স্কুলগুলির ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের
সামনে কোন কথা না বলেই অনুষ্ঠানস্থল ছেড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন।