নিউজ ডেস্ক: চলতি বছরটা বলিউডে অ্যাকশন প্যাক্ট বছর হতে চলেছে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুক্তি পেয়েছে অনেকগুলি ছবি। তার মধ্যে ‘ওএমজি ২’, ‘গদর ২’ প্রেক্ষাগৃহগুলিতে একে অপরকে টেক্কা দিয়ে ব্যবসা করছে। আগামী দিনে আসতে চলেছে শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ ছবিটিও। বছরের শুরু থেকেই একের পর এক মুক্তি পাচ্ছে অ্যাকশন ছবি। ‘পাঠান’, ‘জওয়ান’, ‘টাইগারে’র পর এইবার ঋত্বিক রোশনের ‘ফাইটার’ এর পালা। জুন মাসে প্রকাশ্যে এসেছিল ‘ফাইটার’ ছবিতে হৃতিকের ফার্স্ট লুক। এইবার ৭৭ তম স্বাধীনতা দিবসে মুক্তি পেল হৃতিক রোশনের ‘ফাইটার’ ছবির প্রথম ঝলক।
ফাস্ট লুকে ‘টম গান: ম্যাভেরিকের’ টম ক্রুজের সঙ্গে মিল পাওয়া গিয়েছিল আর তাতেই সমালোচনার মুখে পড়েছিল নির্মাতারা। হলিউড থেকে গল্প টুকলি করা হয়েছে এমনটাই বলেছিল দর্শকরা। তবে তাতে বিন্দুমাত্র কান দেননি নির্মাতারা। ফাইটারের টিজার দেখে প্রায় হতাশ দর্শকমন্ডলী। হলিউডের অ্যাকশন ছবির মতো এদেশেও ছবি এবং ফ্রাঞ্চাইজি তৈরি করতে গিয়ে কতটা সক্ষম হবেন তারা তা নিয়ে ফের এক হাত নিলেন নেটিজেনরা।
এয়ার ফোর্সের পোশাকে ফাইটার জেটের সামনে দাঁড়িয়ে হৃতিক। টিজারের আবহে ‘বন্দেমাতরম’- এর মন্ত্র উচ্চারণ জায়গা পেয়েছে। শুধু হৃতিক নয়, দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোন এবং অনিল কপুরকেও। এয়ার ফোর্সের পোশাক পরেই রয়েছেন এই তিন তারকা। পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। তাঁর মতে এটিই দেশের প্রথম এরিয়াল অ্যাকশন ছবি। আগামী বছর প্রজাতন্ত্র দিবসের সময় মুক্তি পেতে চলেছে এই ছবি। দেশের একাধিক বিমান ঘাঁটিতে এই ছবির শুটিং করেছেন তিনি।