নিউজ ডেস্ক: স্বাধীনতা দিবসের দিন অনুরাগীদের সুখবর দিলেন অভিনেতা অক্ষয় কুমার। ৭৭তম স্বাধীনতা দিবসের দিনে ভারতীয় নাগরিকত্ব পেলেন বলিউডের ‘খতরো কি খিলাড়ি’। অবাক করা হলেও সত্যি! এতদিন তিনি ভারতীয় নাগরিক ছিলেন না। অক্ষয় কুমারসহ একাধিক বলি তারকার বিদেশি নাগরিকত্ব রয়েছে। সেই তালিকায় উঠে আসেন বলিউডের প্রথম সারির নায়ক নায়িকারাই। দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ সহ আরো অনেকেই বলিউডে কাজ করলেও আদপে তাঁদের ভারতীয় নাগরিকত্ব নেই।
অক্ষয় কুমার কানাডা থেকে ‘সাম্মানিক নাগরিকত্ব’ লাভ করেছিলেন। কিন্তু ভারতীয় আইন অনুযায়ী এই দেশে বসবাসকারী মানুষ দুই দেশের নাগরিকত্ব রাখতে পারেন না। তাই ভারতের থেকেও তিনি ভিসাতে ছিলেন। এক্ষেত্রে বেশিরভাগ নায়ক নায়িকারাই বিদেশি নাগরিকত্ব ছাড়তে চান না। কিন্তু স্বাধীনতা দিবসের দিনে কানাডার নাগরিকত্ব ছেড়ে ভারতীয় নাগরিকত্ব পেলেন অক্ষয়। সকালবেলা টুইটারে পোস্ট করে তিনি নিজেই এই খবরটি জানান। তাঁর অনুরাগীদের তিনি লেখেন,’মন এবং নাগরিকত্ব দুটোই ভারতীয়। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ’।
২০১৯ সালেই অক্ষয় কুমার জানিয়েছিলেন কানাডার নাগরিকত্ব ছেড়ে তিনি ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করবেন। কিন্তু এর পরেই সারা বিশ্বে শুরু হয় করোনা অতিমারী। ফলে গোটা দেশের লকডাউন হয়ে যাওয়ার জন্য পিছিয়ে যায় তাঁর নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া। কিন্তু অবশেষে চার বছর পর ভারতীয় নাগরিকত্ব পেলেন তিনি। গত সপ্তাহে মুক্তি পেয়েছে অক্ষয় অভিনীত ‘ওএমজি ২’। ছবিটিকে কেন্দ্র করে বিতর্ক হলেও সানি দেওলের ‘গদর ২’কে টেক্কা দিয়ে ভালোই ব্যবসা করছে ছবিটি। ফলে এই সময় বেশ আনন্দেই আছেন অক্ষয় কুমার।