নিউজ ডেস্ক: স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুক্তি পেয়েছে দেব অভিনীত ‘বাঘা যতীন’ সিনেমার প্রি টিজার। স্বাধীনতা সংগ্রামী এবং বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়কে নিয়ে তৈরি এই ছবি মুক্তি পেতে চলেছে চলতি বছর পুজোর সময়। একদিকে যখন দেশবাসী স্বাধীনতা দিবস উদযাপনে আনন্দিত সেই সময়ই দেশপ্রেমকে আরো একটু উসকে দিতে প্রকাশ্যে আসে বাঘা যতীনের প্রথম ঝলক। যা দেখে মুগ্ধ নেটিজেনরা। তবে শুধু বাঘা যতীনই নয় স্বাধীনতা দিবসের দিন মুক্তি পেয়েছে আরেকটি পুজোর ছবির প্রথম ঝলক।
নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘রক্তবীজ’। ২০১৪ সালের একটি ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এই ছবির গল্প। ২০১৪ সালের ২ অক্টোবর। দিনটা ছিল দুর্গাপুজোর মহাষ্টমী। দুর্গাপুজোর আনন্দকে মাটি করে সেই দিন বর্ধমানের খাগড়াগড়ে একটি দোতলা বাড়িতে বিস্ফোরণ ঘটে। সন্ত্রাসবাদীদের চাল নাকি জঙ্গিহানা? এই বিস্ফোরণের নেপথ্যে কে বা কারা? এই সকল প্রশ্নের উত্তর খুঁজতে আসছে ‘রক্তবীজ’।
ছবির পোস্টারে দেখা গিয়েছে আবির চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তীকে। রয়েছেন প্রবীণ অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়ও। আবির এবং মিমি পুলিশের ভূমিকায় অভিনয় করছেন তা পোস্টারেই স্পষ্ট। তাঁদের চোখে মুখে রয়েছে উত্তেজনার ছাপ। পোস্টারে আবির মিমি এবং ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছে সঙ্গে রয়েছে দুর্গা পুজোর ভাসানের একটি ছবি এবং মুখোশ পরা কিছু মানুষ। বলাই বাহুল্য মুখোশ পরা এই মানুষদের আসল পরিচয় খুঁজে বের করাই এই ছবির কাহিনিকে তুলে ধরবে।
নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনার একটি বিশেষ দিক হচ্ছে বাস্তব জীবনের চিত্রকে তুলে ধরা। থ্রিলার ছবির পরিবর্তে বাস্তব ঘরানার ছবি তৈরি করে থাকেন তাঁরা। তবে সেইসব ছবিতেও অনুপ্রেরণা যোগায় বাস্তবের চরিত্ররাই। যেমন সংশোধনাগারে অলকানন্দা রায়ের নৃত্য প্রশিক্ষণ থেকে তৈরি ছবি ‘মুক্তধারা’, আবার বিভূতি চক্রবর্তীর কর্মজীবন নিয়ে ‘কন্ঠ’। আর এই ছবিটি বাস্তব জীবনের একটি কনসপিরেন্সি থিওরির মত যা দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা।