নিউজ ডেস্ক: মঙ্গলবার মধ্যরাত থেকেই শুরু হয়ে গিয়েছে উদযাপন। সকাল বেলা থেকে তেরঙ্গা রংয়ের পোশাকে সেজে উঠেছে কচিকাঁচারা। ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপনে ব্যস্ত গোটা দেশ। সকাল হতেই পতাকা উত্তোলন করতে স্কুলে ছুটেছে কচিকাচাদের দল। উত্তোলনের পর জিলাপি-কেক-বিস্কুট সহযোগে জলযোগ সেরে ছুটি উপভোগ করছে। বন্ধ বেশিরভাগ অফিস। রোজের একঘেয়েমি থেকে মুক্তি মিলেছে সাধারণ মানুষেরও তাই সারাদিন বাইরে ঘুরতে যাচ্ছে অনেকেই। তবে বাড়িতে বসে কি বোর হবেন? একেবারেই নয়। তাই স্বাধীনতা দিবসের দিন দেশপ্রেমের আমেজটা উস্কে দিতে দেখতে পারেন ওয়েব সিরিজ কিংবা সিনেমা। দেশপ্রেম নিয়ে টানটান উত্তেজনার সিনেমা রয়েছে ঝুড়ি ঝুড়ি। তবে কোনটা ছেড়ে কোনটা দেখবেন! রইল সেই হদিস।
উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক
ভিকি কৌশল অভিনীত ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ রাখতে পারেন তালিকার প্রথমে। ২০১৯ সালে মুক্তি পাওয়া এই ছবিটি দমদার অ্যাকশনে ভরপুর। ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে সত্যি ঘটনার উপরে তৈরি এই ছবি। পরিচালনা করেছেন আদিত্য ধর।
রাজি
২০১৮ সালে মুক্তি পাওয়া আলিয়া ভাট অভিনীত রাজি ছবিটি এখনো সমানভাবে জনপ্রিয়। ১৯৭১ সালের ইন্দো-পাক যুদ্ধের আগের প্রেক্ষাপটে তৈরি ছবি। ‘র’ (R AW)- এর এজেন্ট হিসেবে অভিনয় করেছেন আলিয়া ভাট যেখানে এক পাকিস্তানি সৈনের বাড়িতে তাঁর বিয়ে হয়। স্পাই থ্রিলার এই ছবিটি দেখতে পারেন স্বাধীনতা দিবসের দিনে।
গদর
‘গদর ২’ মুক্তি পেয়েছে সম্প্রতি। প্রায় প্রত্যেকটি হলেই হাউস ফুল যাচ্ছে এই ছবি। তবে টিকিট না পেলে আক্ষেপ করার কিছু নেই, অ্যামাজন প্রাইমেই রয়েছে ‘গদর ২’ এর আগের ভাগ ‘গদর: এক প্রেম কথা’। স্বাধীনতা দিবসের দিনে আলসে দুপুরে বসে দেখে নিতে পারেন এই ছবিটি।
দ্য ফ্যামিলি ম্যান
মনোজ বাজপেয়ী অভিনীত এই ওয়েব সিরিজটির জনপ্রিয়তা সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। দেশকে সন্ত্রাসবাদীদের হাত থেকে বাঁচানোর জন্য ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিতে কাজ করে শ্রীকান্ত। এই চরিত্রে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী। দুর্দান্ত গল্প এবং অভিনয়ের জন্য দর্শক ও অনুরাগীদের মন কেড়েছিল এই সিরিজ। সারাদিন বসে না থেকে তাই ‘বিঞ্জ ওয়াচ’ করতেই পারেন প্রথম ও দ্বিতীয় দুটি সিজনই।