নিউজ ডেস্ক: অবশেষে সব জল্পনার অবসান ঘটল, প্যারিস সাঁ জাঁ ছেড়ে আল হিলালেই নাম লেখালেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ইউরোপ থেকে সৌদি প্রো লিগে যোগ দেওয়ার তালিকায় এবার যোগ হল তাঁর নাম। উল্লেখ্য, তিনি দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন বার্সেলোনা যাওয়ার। কিন্তু বার্সা তাঁকে নিতে সেভাবে আগ্রহ দেখায়নি। পাশাপাশি নেইমারকে ছেড়ে বড় টাকা আয় করতে চেয়েছিল প্যারিস সাঁজা। তাদের দাবিকে মানতে পেরেছে একমাত্র আল হিলাল।
আল হিলালের নেইমারকে নেওয়ার প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে তা মেনে নেয় প্যারিস সাঁজা। শুধু বাকি ছিল নেইমারের সঙ্গে চুক্তি। এতদিন চুক্তির অঙ্ক ও শর্ত নিয়ে আলোচনা চলছিল। সূত্রের খবর, অবশেষে সেটাতে রাজি হয়েছেন নেইমার। তাঁর সঙ্গে আল হিলালের চুক্তিও পাকা। তিনি আল হিলালের শারীরিক পরীক্ষায় যোগ দিয়েছেন। এরসঙ্গে চুক্তির পাকা কাগজ তৈরি হচ্ছে। শারীরিক পরীক্ষার পর তিনি সৌদি আরবের বিমানে চাপবেন।
জানা গিয়েছে, ২ বছরের চুক্তিতে নেইমার সৌদি আরবের ক্লাবে যোগ দিয়েছেন। এরপর তিনি চাইলে আরও এক বছরের জন্য চুক্তি বাড়াতে পারবেন। যার ফলে তিনি ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত আল হিলালে থাকবেন। তাঁকে দলে নিয়ে আল হিলাল ট্রান্সফার ফি দিয়েছে আনুমানিক ১০০ মিলিয়ন ইউরো। মধ্যপ্রাচ্যের ফুটবলে এটা অন্যতম বড়় ট্রান্সফার হতে চলেছে। বার্সেলোনা থেকে ২০১৭ সালে নেইমার যোগ দেন প্যারিস সাঁ জাঁতে। ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাঁকে দলে নেয় প্যারিসের এই ক্লাব। সেই থেকে তিনি ফ্রান্সের এই ক্লাবেই ছিলেন। তাঁর হাত ধরেই মেসি যোগ দিয়েছিলেন প্যারিস সাঁজাতে -তে। তবে এই ফরাসি ক্লাবের হয়ে তাঁর সাফল্য সেভাবে নেই। বেশিরভাগ সময় তিনি চোট পেয়ে বাইরে ছিলেন
জানা গিয়েছে আল হিলালে নেইমার প্রতি মরশুমে ১৬ কোটি ইউরো বেতন পাবেন। ভারতীয় মুদ্রায় বছরে বেতন ১৪০০ কোটি টাকার বেশি। বিশাল অঙ্কের এই অফার নেইমার ছাড়তে চাননি। ফুটবল কেরিয়ারে নয়া ইংনিসের শুরু করবেন বলে কথা দিয়েছেন। প্যারিস সাঁজাতে তিনি বেতন পেতেন ভারতীয় মুদ্রায় ২৭২ কোটি টাকা। তারপর ছিল গোলের বোনাস। ট্রফি জিতলেও তিনি বোনাস পাবেন। ম্যাচের সেরা বা টুর্নামেন্টের সেরা হলেও আলাদা করে বোনাস পাবেন তিনি। তবে তাঁর এই বেতন ক্রিস্তিয়ানো রোনাল্ডো ও করিম বেঞ্জেমার থেকে অনেক কম। বর্তমানে আল নাসেরে খেলছেন ক্রিস্তিয়ানো রোনাল্ডো। আর ইত্তিহাদে খেলছেন করিম বেঞ্জেমা। এতদিন আল হিলাল বাকি ছিল কোনও তারকা প্লেয়ারকে সই করাতে। এবার সেটাই তারা করে দেখাল নেইমারকে সই করিয়ে।