নিউজ ডেস্ক: ২০২৪ সালে লোকসভা ভোটে ফের কেন্দ্রে বিজেপি সরকার গড়বে, নরেন্দ্র মোদীর আত্মবিশ্বাস এমনই। মঙ্গলবার ৭৭তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে লাল কেল্লা থেকে প্রধানমন্ত্রী ভাষণ দেন। সেখানে তাঁর আমলে সরকারের উন্নয়নের খতিয়ান দেন ভারতের প্রধানমন্ত্রী। সেসময় মোদী আত্মবিশ্বাসের সঙ্গে জানান, আগামী বছরও লাল কেল্লা থেকে তিনি দেশবাসীর কাছে সাফল্যের জয়গাথা তুলে ধরবেন।
এদিন ভাষণের শুরুতে একশো চল্লিশ কোটি পরিবারজন বলে দেশবাসীকে সম্বোধন করেন। পরে বলেন, “২০১৪ সালে যখন আমি আপনাদের সামনে এসেছিলাম তখন কথা দিয়েছিলাম। বলেছিলাম, পরিবর্তন আনব। আর একশো চল্লিশ কোটি পরিবারজন আমার উপর ভরসা রেখেছেন। আমি কথা রাখার চেষ্টা করেছি।” তিনি স্মরণ করিয়ে দেন দেশ তাঁর ধ্যান জ্ঞান। দেশের সেবা করা তাঁর একমাত্র লক্ষ্য। এদিন তিনি বলেন, “পাঁচ বছরে কর্মদক্ষতার নিরিখে আমার দেওয়া কথা মানুষের বিশ্বাসে পরিবর্তিত হয়েছে। দেশের জন্য কঠোর পরিশ্রম করেছি। দেশ সবার আগে এই মন্ত্রেই কাজ করেছি।”
২০১৯ সালে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনে ২০১৪ সালের থেকে ২০১৯ সালে বেশি আসনে জিতেছিল বিজেপি। সামনে বছর আবার লোকসভা নির্বাচন। তাঁর উপর মানুষের বিশ্বাস অটুট আছে বলেই মনে করেন মোদী। সেই বিশ্বাসে আস্থা রেখেই প্রধানমন্ত্রী বলেন, “কর্মদক্ষতার জন্যই ২০১৯ সালে আপনারা আমাকে আবার আশীর্বাদ করেছেন। আগামী পাঁচ বছর হচ্ছে অভৃতপূর্ব উন্নয়নের সময়। ২০৪৭ সালের স্বপ্নকে বাস্তবায়নের জন্য় সবচেয়ে বড় সোনালি মুহূর্ত হচ্ছে আগামী পাঁচ বছর। পরের বার, ১৫ অগাস্ট এই লাল কেল্লা থেকে আমি দেশের উন্নয়ন, সাফল্য আপনাদের সামনে তুলে ধরব।