নিউজ ডেস্ক: বিশ্ব ক্রিকেটে ফের গড়াপেটার ছায়া। গড়াপেটার ঘটনায় জড়ালেন ধোনির প্রাক্তন সতীর্থ শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার সচিত্র সেনানায়ক। শ্রীলঙ্কা ক্রিকেট লিগে তাঁর বিরুদ্ধে গড়াপেটার অভিযোগ তুলেছিলেন, সে দেশের দুই জুনিয়র ক্রিকেটার। সেনানায়ক তাঁদের ফোন করে ম্যাচ ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। আদালতে সেই মামলার রায়ে বিচারপতি তিন মাসের জন্য তাঁর বিদেশ সফরে নিষেধাজ্ঞা জারি করেছে।
সচিত্রা সেনানায়ক শ্রীলঙ্কার হয়ে একটা টেস্ট, ৪৯টা একদিনের ম্যাচ ও ২৪টা টি-২০ ম্যাচ খেলেছেন। খেলেছেন আইপিএলে ধোনির টিম চেন্নাই সুপার কিংসের হয়ে। ২০১৩ সালে IPL খেলেছিলেন তিনি। মাত্র ৮টা ম্যাচ খেলে তিনি নেন ৯টা উইকেট। চেন্নাইয়ের হয়ে সেরা বোলিং ছিল ২ উইকেট নিয়ে ২৬ রান। চেন্নাইতে থাকার সময় ধোনির সঙ্গে তাঁর সমঝোতা ছিল খুব প্রশংসনীয়। ধোনির পরিকল্পনা সহজেই কার্যকর করতে পারতেন তিনি। ফলে সাফল্যও পেতেন। আর চেন্নাইয়ের স্পিনিং ট্র্যাকে তাঁকে খেলা বেশ কঠিন ছিল।