নিউজ ডেস্ক: মহিলাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে বহুদিন ধরেই নানা প্রকল্প
পরিচালনা করে এসেছে মোদী সরকার। শুধুই দেশের উন্নয়ন নয়, মহিলাদের নেতৃত্বের সামনের
সারিতে নিয়ে এসে উন্নয়নের দিকেই ঝুঁকেছে ভারত। ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মঙ্গলবার
লালকেল্লার বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় মহিলাদের বিভিন্ন সাফল্য তুলে
ধরেন। একইসঙ্গে তিনি এও জানান যে দেশের সহস্র স্বনির্ভর গোষ্ঠীকে কৃষি ড্রোন সরবরাহ
করার প্রকল্প নেওয়া হবে। এমনকি মোদী এও বলেন যে দেশের মহিলাদের ড্রোন ওড়ানোর পাশাপাশি
সেই ড্রোন মেরামত করার প্রশিক্ষণও দেওয়া হবে সরকারের তরফে।
ভারতের দু’কোটি মহিলা লাখপতি হবেন, এটাই মোদীর স্বপ্ন। কৃষিখাতে প্রযুক্তির
ব্যবহার আরো বাড়াতে এবং সেই প্রযুক্তি আরো উন্নত করে তুলতে চেষ্টা করে চলেছেন নরেন্দ্র
মোদী। মোদী বলেন, “আমরা স্বনির্ভর গোষ্ঠীতে মহিলাদের ড্রোন ওড়ানোর এবং ড্রোন মেরামত
করার প্রশিক্ষণ দেব। ভারত সরকার হাজার হাজার মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে ড্রোন সরবরাহ
করবে।”
প্রাথমিকভাবে, এই প্রকল্পে
১৫,০০০ মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন দেওয়া হবে। পরে, এই প্রকল্পের পরিসর আরও
বাড়ানো হবে। দেশের প্রায় ১০ কোটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলির সঙ্গে যুক্ত। প্রধানমন্ত্রী
বলেছেন, “মহিলাদের নেতৃত্বে উন্নয়নই দেশকে এগিয়ে নিয়ে যাবে। আজ আমরা গর্ব করে বলতে
পারি, অসামরিক বিমান পরিবহণ ক্ষেত্রে ভারতেই সর্বাধিক মহিলা পাইলট আছেন। মহিলা বিজ্ঞানীরা
চন্দ্রযান মিশনে নেতৃত্ব দিচ্ছেন। জি২০ দেশগুলিও ভারতে মহিলাদের নেতৃত্বে উন্নয়নের
গুরুত্ব স্বীকার করছে।”