নিউজ ডেস্ক: আন্তর্জাতিক বাণিজ্যে দেশীয় মুদ্রার উপর নির্ভরতা বৃদ্ধিতে নয়া পদক্ষেপ ভারতের। এবার ‘টাকায়’ সংযুক্ত আরব আমিরশাহী(UAE) থেকে অপরিশোধিত তেল কিনল দেশ।
কেন্দ্রের তরফে প্রকাশিত বিবৃতি অনুযায়ী, আবু ধাবি ন্যাশনাল অয়েল কম্পানি(ADNOC) থেকে সম্প্রতি ১০ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল কেনে ভারতের প্রাথমিক তেল শোধক সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন(IOC)। আর এই বাণিজ্যটি হয়েছে সম্পূর্ণ দেশীয় মুদ্রা ব্যবহার করে। লেনদেনের বিষয়টি নিশ্চিত করে হয়েছে ইউএই’তে ভারতীয় দূতাবাসের তরফেও। তবে শুধু তেল নয়, অন্যান্য দ্রব্য ক্রয়ের ক্ষেত্রেও দেশীয় মুদ্রা ব্যবহার করছে ভারত। সম্প্রতি দেশীয় মুদ্রার মাধ্যমে সংযুক্ত আরব আমিরশাহীর ওক সোনা রফতানিকারক সংস্থা থেকে ১২ কোটি ৮৪ লক্ষ টাকার বিনিময়ে ২৫ কেজি সোনা কিনেছে ভারতীয় এক সংস্থা।
উল্লেখ্য, গত জুলাই’য়ে ডলারের পরিবর্তে নিজেদের দেশের মুদ্রায় বাণিজ্যের জন্যে একটি চুক্তি স্বাক্ষর করে ভারত এবং ইউএই। ডলারের ব্যবহার হ্রাস করে আনুষঙ্গিক খরচ কমাতে এবং দু’দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও মসৃণ করাই এই চুক্তির প্রধান লক্ষ্য ছিল। এমনকি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকালেও এই নিয়ে বিস্তর আলোচনাও হয়। এবার সেই চুক্তি সফলে আরও একধাপ এগোলে ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহী। কেন্দ্রের তথ্যানুযায়ী, ২০২২-২৩ অর্থবর্ষে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক লেনদেনের পরিমাণ ছিল ৮৪.৫ বিলিয়ন ডলার।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে বৈদেশিক বাণিজ্যে ব্যাপক উন্নতি করেছে ভারত। ইউরোপে পরিশোধিত জ্বালানি তেল রফতানিতে শীর্ষস্থানে রয়েছে ভারত। তবে শুধু তেল নয়। অন্যান্য দেশীয় জিনিসপত্রও ব্যাপকভাবে বিদেশে রফতানি করছে ভারত। সেক্ষেত্রে ভারতীয় মুদ্রা ব্যবহার হলে অর্থনৈতিক পরিকাঠামো আরও মজবুত হবে বলে মত ওয়াকিবহাল মহলের। তাই আন্তর্জাতিক বাণিজ্যে মন্থর গতিতেও রফতানির মাত্রা বৃদ্ধি করতে অন্যান্য দেশের সঙ্গে দেশীয় মুদ্রায় লেনদেন করতে আগ্রহী ভারত।