নিউজ ডেস্ক: ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’ ছবিতে আলিয়ার লুক প্রকাশ্যে আসার পর থেকেই ট্রেন্ডিং-এ রয়েছে তাঁর মেকআপ লুক। কখনো তিনি দেখাচ্ছেন কীভাবে পর্দার রানির মতো করে সাজতে হবে আবার কখনো শেখাচ্ছেন ‘নো মেকআপ মেকআপ লুক’। সবমিলিয়ে মোটামুটি নেটদুনিয়ায় এই মুহূর্তে তাঁকে নিয়ে চর্চার শেষ নেই। কিন্তু এর মধ্যেই এক কাণ্ড বাধিয়ে বসেছেন রণবীর ঘরণী। মেকআপ লুকের এমনই এক ভিডিয়োর সময় তাঁর মন্তব্য ঘিরে কটাক্ষের মুখে পড়েছেন পতি-পত্নী দুজনেই।
‘ভোগ ইন্ডিয়া’র ইনস্টাগ্রাম পেজ থেকে পোস্ট করা ভিডিয়োতে ন্যুড মেকআপ শেখাচ্ছিলেন আলিয়া ভাট। ‘হার্ট অফ স্টোন’ ছবিটিতে তাঁর এই লুকটিই দেখা গিয়েছে। ফাউন্ডেশন ছাড়াই অল্প সময়ে গ্ল্যামলুক কীভাবে তৈরি করা যায় সেই টিপস দিচ্ছিলেন তিনি। আর তাতেই তিনি দেখিয়েছেন বিশেষ ভাবে লিপস্টিক পরার কায়দা। সাধারণত লিপস্টিক পরার সময়ে ঠোঁটের উপর লিপস্টিক লাগানো হয়। কিন্তু আলিয়া করেন এর উল্টো। লিপস্টিকে ঠোঁট ঘষেন তিনি।
এই বিষয়টি দেখানের পরে তিনি আঙুল দিয়ে ঘষে অর্ধেক লিপস্টিক তুলে ফেলেন যাতে ঠোঁটে কোনো লিপস্টিক আছে তা বোঝা না যায়। এই প্রসঙ্গে তিনি নিজের স্বামীর সম্পর্কে বলেন যে বিয়ের আগে এবং এখনও আলিয়া ঠোঁটে লিপস্টিক লাগালে রণবীর তা মুছে ফেলতে বলেন। কারণ হিসেবে তিনি বলেন যে স্ত্রীর ঠোঁটের স্বাভাবিক রংটিই বেশি পছন্দ করেন তিনি। এর পরেই ধেয়ে আসে কটাক্ষ। নেটিজেনদের মতে আলিয়াকে একপ্রকার কন্ট্রোল করে রণবীর। তাঁকে ‘রেড ফ্ল্যাগ’ বলেও দাগিয়ে দেন অনেকেই।
আবার অনেকের মতে স্বামীকে বেশিই গ্লোরিফাই করেন তিনি। প্রসঙ্গত, কিছুদিন আগেই রণবীর আলিয়ার বিয়ে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন বলিউডের ‘কুইন’ কঙ্গনা রানাউত। ‘মুভি মাফিয়া’ নামে করণ জোহরকে ইঙ্গিত করে তিনি বলেন যে ওঁর জন্যই বিয়ের পিঁড়িতে বসতে হয়েছিল রণবীরকে। ‘পাপা কি পরি’ ওরফে আলিয়া ভাটকে বিয়ে করার জন্য ‘ব্রহ্মাস্ত্র’ ছবির অফার করা হয়েছিল তাঁকে। বিয়ে ভেঙে বেরিয়ে আসতে চাইছেন রণবীর, নাম না করে এমনটাও বলেছিলেন তিনি। এবার আলিয়ার কথায় সেই জল্পনাই উস্কে দিল কি?